Samsung Galaxy A3 (2017) অ্যান্ড্রয়েড নৌগাটের আপডেট পেল

Samsung Galaxy A3 (2017) অ্যান্ড্রয়েড নৌগাটের আপডেট পেল
HIGHLIGHTS

Samsung Galaxy A3 2017 স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলোর সঙ্গে এই বছরের শুরুতে লঞ্চ হয়েছিল

সম্প্রতি খবর পাওয়া গেছিল যে, Samsung Galaxy A3 (2017) খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড নৌগাটের আপডেট পাবে। এবার কোম্পানি এই ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড নৌগাট 7.0’র আপডেট নিয়ে এসছে। আপাতত এই আপডেটটি শুধু এই ডিভাইসের রাশিয়ার ইউনিটে পাওয়া যাবে। এই আপডেটের ফর্মেয়ার ভার্শান A320FXXU2BQG5, এটি জুলাই মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচও পাবে।

আরও ভাল ডিলস এখানে দেখুন

এই আপডেটটির সাইজ 2.21GB আর এর মাধ্যমে Galaxy A3 (2017) অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটের ভার্শানও পাবে। কোম্পানি সাজেশান দিয়েছে যে এই আপডেটটি পাওয়ার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের ব্যাটারিকে 50% এর বেশি চার্জ করে নিতে হবে। আর আপনি এই আপডেটটির জন্য আপনার খুব ভাল ওয়াই-ফাই কানেকশানের দরকার হবে। অ্যান্ড্রয়েড নৌগাটের মাধ্যমে এটি স্প্লিট-স্ক্রিন মাল্টী-টাস্কিং, কিছু কুইক সেটিংস, ভাল ব্যাটারি লাইফ, আর ভাল গুগল কিবোর্ড ইত্যাদির ফিচার্স পাবে।

এই ফোনটিতে 4.7-ইঞ্চির HD সুপার AMOLED ডিসপ্লে আর 1.6GHz অক্টা-কোর প্রসেসার যুক্ত। এই ফোনটিতে 2GB র‍্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। এই ফোনটিতে 13 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 8 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। এই ফোনের ব্যাটারি 2350mAh এর।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo