digit zero1 awards

স্যামসং এর এই স্মার্টফোন দুটি খুব তাড়াতাড়ি এই কারনে আরও স্পেশাল হয়ে উঠবে

স্যামসং এর এই স্মার্টফোন দুটি খুব তাড়াতাড়ি এই কারনে আরও স্পেশাল হয়ে উঠবে
HIGHLIGHTS

Galaxy S7 ছাড়া এবার Samsung Galaxy S6 ও এবার ওরিওর আপডেট পাবে

স্যামসং Galaxy S8 ব্যবহারকারীদের জন্য ওরিও আপডেটের বিটা ভার্শান এনেছে আর এবার বেশ কিছু জায়গা থেকে জানা গেছে যে Galaxy S7 ও এই আপডেটটি পাবে। আর এবার আমরা জানতে পেরেছি যে ২০১৫ সালের ফ্ল্যাগশিপ ডিভাইস Samsung Galaxy S6ও এই আপডেটটি পাবে।

Reddit ইউজার CyberConCoder স্যামসং এর ৪জন আলাদা আলাদা প্রতিনিধির সঙ্গে দেখা করেন আর সাপোর্ট সেন্টারে এই নিয়ে ইন্টেলের সব থেকে বেশি স্টিক হয়নি, তবে অনেক ক্ষেত্রে একেও সঠিক বলে মনে করা হচ্ছে।

Galaxy S6 ফোনটিতে 5.1- ইঞ্চির ডিসপ্লে আছে যা 1440 x 2560 পিক্সাল রেজিলিউশান যুক্ত। আর এই ডিভাইসের ব্যাটারি 2550mAH আর এটি একটি নন রিমুভেবেল ব্যাটারি। এই ডিভাইসের র‍্যাম 3GB। এবার এই ফোনটির ক্যামেরা কেমন তা দেখে নেওয়া যাক। এই ফোনে 16MP’র প্রাইমারী ক্যামেরা আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা আছে। Samsung Galaxy S6 ফোনটিতে 1.5GHz কার্টেক্স A53 কোওয়াড কোর প্রসেসার আছে।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo