ভারতীয় ইউজার্সদের জন্য পেমেন্ট ফিচার নিয়ে এল নতুন স্যামসং পে আপডেট

ভারতীয় ইউজার্সদের জন্য পেমেন্ট ফিচার নিয়ে এল নতুন স্যামসং পে আপডেট
HIGHLIGHTS

স্যামসং পে অ্যাপ ভারতে নতুন আপডেট পাওয়া শুরু করেছে, এই আপডেটে নতুন বড় ফিচার্স এসেছে যা দিয়ে বিল পেমেন্টও করা যাবে

স্যামসং এর মোবাইল পেমেন্ট সার্ভিস ভারতে যথেষ্ট ভাল কাজ করছে। সম্প্রতি স্যামসং পে ভারতে 1 মিলিয়ানের বেশি ইউজার্স বানিয়েছে। ভারতে স্যামসং এর পে সার্ভিস আন্তর্জাতিক ক্ষেত্রে তৃতীয় বৃহত্তম বাজার। স্যামসং এই পরিষেবা ভারতে এই বছরের প্রথম দিকে নিয়ে এসেছিল।

ভারতে স্যামসং পে নতুন আপডেট পাওয়া শুরু করেছে। এই আপডেটটির নতুন বড় ফিচার্স এসেছে আর তা হল এই যে এবার এর মাধ্যমে বিল পেমেন্টও করা যাবে।

আর এর মানে এই যে এবার ভারতীয় ইউজার্সরা নিজেদের মোবাইল, ইলেক্ট্রিসিটি, DTH আর অন্যান্য ইউটিলিট পেমেন্টের জন্য স্যামসং পের ব্যবহার করতে পারেন।

এবার আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর নিজেদের বন্ধু বা পরিবারের সদস্যদের IFSC সংক্রান্ত সমস্ত খবর সেভ করতে পারবে। আর এর ফলে মানি ট্রান্সফার এবার আরও সহজ হয়ে যাবে। আর আপনি আপনার ইচ্ছে মতন কোন কার্ডকে আপনার মোবাইল ওয়ালেটে টাকা দিতে পারবে।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo