digit zero1 awards

Amazon Great Indian Festival 2021: সবচেয়ে সস্তা দামে কিনে নিন Oneplus, Samsung এবং iQOO স্মার্টফোন

Amazon Great Indian Festival 2021: সবচেয়ে সস্তা দামে কিনে নিন Oneplus, Samsung এবং iQOO স্মার্টফোন
HIGHLIGHTS

3 অক্টোবর থেকে নন প্রাইম মেম্বারদের জন্য শুরু হয়েছে Amazon Great Indian Festival Sale 2021

Amazon Sale-এ স্মার্টফোনে পাওয়া যাচ্ছে দুর্দান্ত ছাড় এবং এক্সচেঞ্জ অফার

মিলছে ব্র্যান্ডেড ডিভাইসের ওপর দারুণ অফার এবং ছাড়

Amazon Great Indian Festival Sale 2021 এখন প্রাইম এবং নন- প্রাইম মেম্বারদের জন্য লাইভ হয়ে গিয়েছে। সেলে পাওয়া যাচ্ছে দুর্দান্ত ছাড় এবং এক্সচেঞ্জ অফার। এছাড়া থাকছে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারির সুবিধা। 

অ্যামাজন ফেস্টিভ্যাল সেলে আইফোন, আইপ্যাডের ওপর পাওয়া যাচ্ছে দারুণ ছাড়। এছাড়াও Galaxy Note 20 কেনা যাচ্ছে 41,010 টাকা পর্যন্ত কম দামে। আসুন দেখে নেওয়া যাক অ্যামাজন ফেস্টিভ্যাল সেলের সমস্ত সেরা ডিল (Amazon Great Indian Festival 2021 Best Deals and offers) এক নজরে-

OnePlus 9 Pro
Deal Price: Rs. 60,999

OnePlus 9 Series মোবাইলে সেলে OnePlus 9 Pro পাওয়া যাচ্ছে 60,999 টাকায়। এই দামে কেনা যাবে 128GB স্টোরেজ মডেল। ভ্যানিলা OnePlus 9 স্মার্টফোনের দাম শুরু হচ্ছে 46,999 টাকা থেকে। এখান থেকে কিনুন

OnePlus 9R
Deal Price: Rs. 36,999

OnePlus 9R মডেল সেলে কেনা যাচ্ছে 36,999 টাকায়। এতে পাওয়া যাচ্ছে 21,787 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। দুটি মোবাইলের ওপরেই এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে কিনলে পাওয়া যাচ্ছে 10% ছাড়। অ্যামাজন থেকে কিনতে পারেন।

iQOO 7 Legend
Deal Price: Rs. 39,990

অ্যামাজন ফেস্টিভ্যাল সেলে iQOO 7 Legend ডিভাইসের দাম শুরু হচ্ছে 39,990 টাকা থেকে। পুরনো প্রোডাক্টের এক্সচেঞ্জে পাওয়া যাচ্ছে 20,087 টাকা পর্যন্ত ছাড়। এছাড়া থাকছে 3,000 টাকার কুপন ডিসকাউন্ট। এখান থেকে কিনুন

iQOO Z3 5G
Deal Price: Rs. 18,990

iQOO Z3 5G ফোন ছাড়ে কেনা যাবে মাত্র 17,990 টাকাতে।এই মোবাইলের ওপর পাওয়া যাচ্ছে 18,040 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। অ্যামাজন থেকে কিনতে পারেন।

Samsung Galaxy S20 FE
Deal Price: Rs. 36,990

Samsung Galaxy S20 FE মোবাইলে অ্যামাজন সেলে কেনা যাবে 36,990 টাকায়। যদিও এই ফোনের আসল দাম পড়ছে 74,999 টাকা। এই ফোনের ওপর পাওয়া যাচ্ছে 15,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। HDFC ব্যাঙ্কের কার্ড দিয়ে কিনলে পাওয়া যাচ্ছে 1,750 টাকা পর্যন্ত ছাড়। এছাড়া রয়েছে নো-কস্ট ইএমআইয়ের সুবিধা। অ্যামাজন থেকে কিনতে পারেন।

 

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo