1938 সালে প্রথমবারের জন্য বাজারে স্যামসাং (Samsung) কোম্পানির ফোন পাওয়া গিয়েছিল। ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি স্যামসাং তার নিজের জায়গা বানিয়ে নিয়েছে এবং যুগের চাহিদা অনুযায়ী এই কোম্পানি তাদের ফোন বারে বারে বদলে গিয়েছে। অন্যদিকে এই কোম্পানি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন (Smartphone) হাজির করেছে বাজারে। একাধিক দারুন ফিচার সহ টেকসই ফোন স্যামসাং বাজারে এনেছে। তাই আপনিও যদি স্যামসাংয়ের ফোন কিনতে চান তাও 12 হাজার টাকার মধ্যেই তাহলে আসুন দেখে নেওয়া যাক এই কোম্পানির সেরা সাতটি ফোন তাও এই রেঞ্জের মধ্যে।
এই ফোনটিতে রয়েছে 4GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ সহ, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ট্রিপল রিয়ার ক্যামেরায় আছে 50, 5 এবং 2 মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা। 6000mAh এর একটি শক্তিশালী ব্যাটারি আছে এই ফোনে, Exynos 850 ইঞ্জিনের সাহায্যে এই ফোনটি পরিচালিত হয় তাই সহজেই এবং দ্রুত সমস্ত কাজ করতে পারে এই ফোনটি, একই সঙ্গে অন্যান্য কাজও করতে পারে। অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের সাহায্যে চলে এই ফোনটি। এই ফোনটির দাম হল 11,999 টাকা।
এই ফোনে রয়েছে 4GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ সহ 6000mAh ব্যাটারি আছে। ট্রিপল ক্যামেরা সেট আপ আছে এই ফোনে যেখানে 48, 8 এবং 5 মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা আছে। একটি 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে এই ফোনে। এই ফোনটিতে রয়েছে 6.4 ইঞ্চির একটি ডিসপ্লে যা পরিচালিত হয় অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সাহায্যে। Exynos 9611 Octa Core প্রসেসর রয়েছে এই ফোনে। এই ফোনটির দাম হল 11,499 টাকা।
এই ফোনটিতে রয়েছে 6.5 ইঞ্চির একটি বড় ডিসপ্লে সহ Cortex A55 Octa Core প্রসেসর। সঙ্গে আছে 2 GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ। এখানে একটি রিয়ার ক্যামেরা আছে যাতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেন্সর এবং ফ্রন্ট ক্যামেরায় আছে 5 মেগাপিক্সেলের সেন্সর। 5000mAh ব্যাটারি আছে এই ফোনে। ফোনটি পরিচালিত হয় অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সাহায্যে। এতে রয়েছে প্রক্সিমিটি সেন্সর, অ্যমবিয়েন্ট লাইট সেন্সর, অ্যাকসিলেরোমিটার। এই ফোনটির দাম হল 7,499 টাকা।
এই ফোনটিতে আছে 6.20 ইঞ্চির একটি বড় টাচস্ক্রিন যেখানে আছে 720X1520 পিক্সেল। এই ফোনে রয়েছে MediaTek MT 6762 Octa Core প্রসেসর সহ 4000mAh ব্যাটারি। এতে দুটো RAM ভ্যারিয়েন্ট আছে, 2 GB এবং 3 GB, আর আছে 32 GB ইন্টারনাল স্টোরেজ। এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ অ্যাকসিলেরোমিটার, ফেসিয়াল রিকগনিশন টেকনোলজি। ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এতে, 13 এবং 2 মেগাপিক্সেলের, সঙ্গে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এটি পরিচালিত হবে অ্যান্ড্রয়েড 9 অপারেটিং সিস্টেমের সাহায্যে। এই ফোনটির দাম হল 11,490 টাকা।
এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চির একটি বড় ডিসপ্লে। এটি পরিচালিত হবে MediaTek MT 6739WW Quad Core প্রসেসর। এতে রয়েছে দুটো ভ্যারিয়েন্ট, 2GB এবং 3 GB RAM ভ্যারিয়েন্ট সহ 32 GB ইন্টারনাল স্টোরেজ। 5000mAh ব্যাটারি আছে এই ফোনে। ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে, যেখানে রয়েছে 13 এবং 2 মেগাপিক্সেল ক্যামেরার এবং 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই ফোনটি পরিচালিত হবে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সাহায্যে। এই ফোনেও রয়েছে একাধিক সেন্সর যেখানে রয়েছে অ্যাকসিলেরোমিটার। এই ফোনটির দাম হল 6,299 টাকা।
এই ফোনে ডুয়াল 4G সিম রাখার জায়গা আছে, সঙ্গে রয়েছে ম্যাট ফিনিশ সহ পারফেক্ট ডিজাইন। এই ফোনটিতে গ্রাহক পাবেন 6.5 ইঞ্চির HD ডিসপ্লে যেখানে রয়েছে 60 Hz রিফ্রেশ রেট। এই ফোনটি পরিচালিত হবে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম। MediaTek Helio P35 প্রসেসর রয়েছে এই ফোনে। 4GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ফোনে। এই ইন্টারনাল স্টোরেজ 1TB অবধি বাড়ানো যায়। কোয়াড রিয়ার ক্যামেরা আছে এই হবে, যেখানে আছে 48, 5, 2, 2 মেগাপিক্সেলের ক্যামেরা। সঙ্গে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে এই ফোনে। 5000mAh ব্যাটারি রয়েছে এই ফোনে। এটি পরিচালিত হয় অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সাহায্যে। এছাড়া এতে আছে ইউএসবি টাইপ সি পোর্ট। এই ফোনটির দাম হল 11,999 টাকা।
এই ফোনে রয়েছে দারুন লুক এবং হাই এন্ড ডিজাইন যা এতে দেয় একটি স্পেশাল টাচ। এই ফোনে আছে 6.5 ইঞ্চির একটি টাচস্ক্রিন যেখানে 20:9 অ্যাসপেক্ট রেশিও। এই ফোনে রয়েছে 4GB RAM সহ 64 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ফোনে যা 1 TB অবধি বাড়ানো যায়। এই ফোনে রয়েছে ফেস আনলক করার সুবিধা সহ ইউএসবি টাইপ সি পোর্ট। 6000mAh ব্যাটারি রয়েছে এই ফোনে। ফোনটি পরিচালিত হবে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সাহায্যে। Exynos 850 প্রসেসর রয়েছে ফোনে, সঙ্গে কোয়াড ক্যামেরা আছে এই ফোনে, 48, 5, 2, 2 মেগাপিক্সেলের সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় আছে 8 মেগাপিক্সেলের সেন্সর। এই ফোনটির দাম হল 11,999 টাকা।