Samsung তাড়াতাড়ি লঞ্চ করতে পারে এই নতুন প্রিমিয়াম ফ্লিপ ফোনটি
এই ফ্লিপফোনটি অ্যান্ড্রয়েড 6.0.1 মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করবে
গত বছর স্যামসং Samsung W2017 flip phone নভেম্বরে চিনে লঞ্চ করেছিল। এবার স্যামসং তাদের পরবর্তী ফ্লিপ ফোনের ওপর কাজ করছে বলে শোনা যাচ্ছে।
সম্প্রতি কোম্পানির একটি অঘোষিত ফিপ ফোন চিনের সার্টিফিকেশান ওয়েবসাইট TENAA তে দেখা গেছিল। ওয়েবসাইটের লিস্টিং অনুসারে এই ডিভাইসে 4.2-ইঞ্চির ফুল HD (1920 x 1080p) ডিসপ্লে আছে।
এই ডিভাইসে 64 বিট স্ন্যাপড্র্যাগন 821 প্রসেসারের সঙ্গে 4GB র্যাম আছে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 6.0.1 মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ডিভাইসটিতে 2300mAh এর ব্যাটারি আছে। এই ডিভাইসটিতে স্ন্যাপড্র্যাগন 821AB চিপস্টেক থাকবে।
এই ডিভাইসটির ইন্টারনাল স্টোরেজ 64GBর। যা 256GB অব্দি বাড়ানো যাবে। Samsung Flip এ 12 মেগাপিক্সালের ক্যামেরা আছে। এছাড়া এই ডিভাইসে 5 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আছে।
এই ফোনটিতে কানেক্টিভিটির জন্য 4G LTE, VoLTE, ব্লুটুথ, GPS, মাইক্রোইউএসবি পোর্ট আর WiFi (802.11 b/g/n) আছে। এই স্মার্টফোনটির মেজারমেন্ট 122 × 60.2 × 15.5 mm আর ওজন 155 গ্রাম।