Samsung ভারতে লঞ্চ করল স্টাইলিশ লুক এবং দুর্দান্ত ফিচার সহ ফোন, কম দামে মিলবে 6,000mAh ব্যাটারি এবং শক্তিশালী প্রসেসর

Updated on 24-Mar-2023
HIGHLIGHTS

Samsung ভারতে F-Series এর ফোন Samsung Galaxy F14 5G লঞ্চ করেছে

Galaxy F14 5G ফোনে রয়েছে 25W ফাস্ট চার্জিং এবং 6GB পর্যন্ত RAM সহ 128GB পর্যন্ত স্টোরেজের সাপোর্ট

Galaxy F14 5G ফোনের দাম ভারতে 12,990 টাকা থেকে শুরু হয়

স্মার্টফোন ব্র্যান্ড Samsung ভারতের বাজারে একের পর এক শক্তিশালী ফোন লঞ্চ করছে। এখন কোম্পানি ভারতে F-Series এর ফোন Samsung Galaxy F14 5G লঞ্চ করেছে। এই ফোনটি 6,000mAh ব্যাটারি এবং Exynos 1330 প্রসেসরের সাথে বাজারে আনা হয়েছে। ফোনে রয়েছে 25W ফাস্ট চার্জিং এবং 6GB পর্যন্ত RAM সহ 128GB পর্যন্ত স্টোরেজের সাপোর্ট। এর পাশাপাশি, ফোনটি 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে। তবে আসুন ফোনের বাকি ডিটেলগুলি এক নজরে দেখে নেওয়া যাক…

Samsung Galaxy F14 5G এর স্পেসিফিকেশন

Samsung Galaxy F14 5G-তে রয়েছে 6.6-ইঞ্চি FullHD Plus IPS LCD ডিসপ্লে প্যানেল, সঙ্গে 120Hz রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাস সুরক্ষা। ফোনটি Android 13 ভিত্তিক OneUI 5.0 এর সাথে লঞ্চ হয়েছে। তবে ফোনে চার বছরের সিকিউরিটি আপডেট এর সাথে দুই বছরের জন্য OS আপগ্রেড দেওয়া হবে। Galaxy F14 5G ফোনটি 5nm Exynos 1330 প্রসেসরে কাজ করবে। Samsung Galaxy F14 5G ফোন 6GB পর্যন্ত RAM সহ 128GB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে। ফোনে 6GB পর্যন্ত ভার্চুয়াল র‍্যামও পাওয়া যাবে।

Samsung Galaxy F14 5G এর সাথে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, যার মধ্যে প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের থাকবে। এছাড়া, ফোনের সেকেন্ডারি ক্যামেরাটি একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে একটি 13-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Samsung Galaxy F14 5G ফোনে শক্তিশালী 6,000mAh ব্যাটারি অফার করা হচ্ছে। এর সাথে রয়েছে 25W ফাস্ট চার্জিং এর জন্য সাপোর্ট। ফোনে কানেক্টিভিটির জন্য, 5G, 4G LTE, Wi-Fi, ব্লুটুথ এবং USB Type-C পোর্ট সাপোর্ট করবে। ফোনের সঙ্গে নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে।

Samsung Galaxy F14 5G দাম

স্যামসাং এর নতুন ফোনটি OMG Black, G.O.A.T. Green এবং B.A.E. Purplle কালার অপশনে পাওয়া যাচ্ছে। ফোনটি দুটি স্টোরেজ অপশনে কেনা যাবে। ডিভাইসের 4GB RAM এবং 128GB স্টোরেজের দাম 12,990 টাকা রাখা হয়েছে। পাশাপাশি, ফোনের 6GB RAM সহ 128 GB স্টোরেজ কিনতে আপনাকে 14,990 টাকা খরচ করতে হবে। ফোনটি 30 মার্চ থেকে Flipkart এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট সহ রিটেল স্টোর থেকে কেনা যাবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :