digit zero1 awards

স্যামসাং তাদের পরবর্তী জেনারেশানের এক্সিয়ন্স 9820 SoC নিয়ে এসেছে

স্যামসাং তাদের পরবর্তী জেনারেশানের এক্সিয়ন্স 9820 SoC নিয়ে এসেছে
HIGHLIGHTS

স্যামসাংয়ের লেটেস্ট SoC 2019 য়ে লঞ্চ হবে আর স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে আসবে

স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ এক্সিয়ন্স সিস্টেম-অন-চিপ (SoC) র পরবর্তী জেনারেশানের Exynos 9820 নিয়ে এসেছে। এই SoC স্যামসাংয়ের পরবর্তী Samsung Galaxy S10, S10 Plus আর Samsung Galaxy Note 10 ফোনে থাকতে পারে। আর এও হতে পারে যে কোম্পানি তাদের পরবর্তী ফোল্ডেবেলে ফোনে এই SoC নিয়ে আসবে। এক্সিয়ন্স 9820 এই সময়ের এক্সিয়ন্স 9810 য়ের জায়গা নেবে আর যা স্যামসাং Galaxy S9, S9 Plus আর Galaxy Note 9 ফোনে আছে। স্যামসাংয়ের এই SoC কোয়াল্কমের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্র্যাগন 800 সিরিজকে করা প্রতিযোগিতা দেবে।

Exynos 9820 র 8nm FinFET ম্যানুফ্যাকচারিং প্রসেসার বলা হয়েছে। আর সেখানে এটি আগের SoC কোম্পানি 10nm LPP FinFET ম্যানুফ্যাকচারিং প্রসেস বানিয়েছিল। আর এই SoC দুইয়ের সঙ্গে অক্টা কোর CPU, আর ফোর্থ জেনারেশানের কাস্টম CPU,দুটি কার্টেক্স A75 কোর্স আর চারটি কার্টেস A55 কোর্স যুক্ত। স্যামসাং দাবি করেছেন যে ফোর্থ জেনারেশানের কাস্টম কোর্স সিঙ্গেল কোরে 20 শতাংশ পর্যন্ত উন্নতি আর মাল্টি কোর পার্ফর্মেন্সে 15 শতাংশ আর পাওয়ার এক্সপিরিয়েন্সে 40 শতাংশ উন্নতি করা হবে।

নতুন SoC মালী G76 GPU য়ের সঙ্গে আসবে আর এর পার্ফর্মেন্সে 40 শতাংশ আর পাওয়ার সেভিংসে 35 শতাংশ উন্নতি করা হয়েছে। আর এই SoC ইন্টিগ্রেটেড NPU (নিউরাল প্রসেসিং ইউনিট) য়ের সঙ্গে আসবে আর যা মাসে লার্নিং টাস্ক হ্যান্ডেল করতে পারে।

স্যামসাং এক্সিয়ন্স 9820 তে 5G কান্টিভিটি দেওয়া হয়নি। আর এছাড়া এই SoC LTE অ্যাডভান্স প্রো মোড যুক্ত যা 2.0Gbps ডাউনলিং স্পিড অফার করে আর 316Mbps অপলিং স্পিড অফার করে। স্যামসাং UFS 3.0 (ইউনিভার্সান ফ্ল্যাশ স্টোরেজ) সাপোর্ট নিয়ে এসেছে।

স্যামসাং এক্সিয়ন্স 9820 তে 4K ভিডীও 150fps থেকে মাল্টি ফর্ম্যাট কোডেক (MFC) তে এনকোড আর ডিকোড করার জন্য সাপোর্ট পাবে। MFC কালার্সের 10 বিটে রেন্ডার করবে আর এর মানে এই যে বেশি কালার অ্যাকুয়েরসি দেখা যাবে। এক্সিয়ন্স 9820 র ইমেজ সিঙ্গেল প্রসেসার (ISP) পাঁচটি ক্যামেরা সেন্সার পর্যন্ত সাপোর্ট করবে যা থেকে মনে করা হচ্ছে যে S10 য়ে ট্রিপেল রেয়ার ক্যামেরা আর ডুয়াল ফ্রন্ট ক্যামেরা সেটআপ থাকবে। আর এটি SoC, 30fps য়ে 8K ভিডিও এনকোড আর ডিকোড কড়তে পারবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo