Samsung J7 Core স্মার্টফোনটি 2GB র‍্যাম আর 13MP রেয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ হল

Updated on 17-Oct-2017
HIGHLIGHTS

Samsung Galaxy J7 Core কোম্পানির এক্সিনেস 7870 SoCযুক্ত আর এতে 5.5 ইঞ্চির ডিসপ্লে আছে, এই স্মার্টফোনটি 4G ইনেবেল আর এটি 3000mAH ব্যাটারি যুক্ত

স্যামসং সম্প্রতি থাইল্যান্ডে তাদের Galaxy J7+ লঞ্চ করেছে আর এবার ফিলিপিন্সের ওয়েবসাইটে Galaxy J7 এর আরও একটি ভেরিয়েন্ট Galaxy J7 Core নিয়ে এসেছে। এই স্মার্টফোনটির দাম PHP 9,990 (Rs 12,622 প্রায়) আর এটি কোম্পানির ফিলিপিন্স ওয়েবসাইটে ব্ল্যাক আর গোল্ড কালার ভেরিয়েন্টের সঙ্গে দেখা গেছে।

Samsung J7 Core 1.6GHz অক্টা-কোর এক্সিওন্স 7870 SoC, 2GB র‍্যাম আর 16GB স্টোরেজ যুক্ত, এর স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB অব্দি বাড়ানো যেতে পারে। J7 Core এ 5.5 ইঞ্চির HD সুপার AMOLED ডিসপ্লে আছে।

ফোনটির ক্যামেরা কেমন তা এবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 13MP’র রেয়ার ক্যামেরা আছে যা f/1.9 অ্যাপার্চার যুক্ত আর এতে LEDফ্ল্যাশ আছে। সেলফি নেওয়ার জন্য ফোনটিতে 5MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। কিন্তু J7 Core এ ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নেই। কানেক্টিভিটির জন্য Samsung J7 Core এ Wi-Fi, ব্লুটুথ 4.1, 4G কানেক্টিভিটি, মাইক্রো-USB পোর্ট, GPS আর একটি 3.5mm অডিও জ্যাক আছে। এই ডুয়াল সিমের স্মার্ট ফোনটির মেজারমেন্ট 152.4 x 78.6 x 7.6 mm আর এর ওজন প্রায় 170 গ্রাম।

স্যামসং তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy S8 আর 2017 Galaxy A সিরিজের স্মার্টফোনের ক্যাটাগরিতে। Samsung Galaxy S8 আর S8+ এখন ক্রমশ Rs 53,900 আর Rs 58,900 তে পাওয়া যায়। আগে এই স্মার্টফোন গুলির দাম ছিল ক্রমশ Rs 57,900 আর Rs 64,900। স্যামসং Galaxy A5 (2017) আর Galaxy A7 (2017) স্মার্টফোনের দাম ক্রমশ Rs 17,990 আর Rs 20,990করেছে। এর আগে এই স্মার্টফোন গুলির দাম Rs 20,990 আর Rs 20,990 ছিল।

Connect On :