20 ফেব্রুয়ারি স্যামসাং তাদের Galaxy S10 সিরজের বিষয়ে জানা গেল

20 ফেব্রুয়ারি স্যামসাং তাদের Galaxy S10 সিরজের বিষয়ে জানা গেল
HIGHLIGHTS

স্মার্টফোনের কোম্পানি স্যামসাং এবার তাড়াতাড়ি তাদের Galaxy S10 সিরিজের ফোন লঞ্চ করতে চলেছে, 20 ফেব্রুয়ারি কোম্পানি Samsung Galaxy S10 স্মার্টফোনটির সঙ্গে ফোল্ডেবেল স্মার্টফোনের বিষয়েও বলতে পারে, তবে আপাতত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানা যায়নি

বৈশিষ্ট্য

  • ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চ হতে পারে
  • 10 ম  অ্যানিভার্সারিতে স্যামসাংয়ের লঞ্চ ইভেন্ট হবে
  • Galaxy S10 সিরিজ সামনে আসতে পারে

 

সামনের মাসে মানে ফেব্রুয়ারিতে Samsung য়ের স্মার্টফোন ব্যাক টু ব্যাক লঞ্চ করা হতে পারে। হ্যাঁ স্মার্টফোন কোম্পানি তাদের galaxy S10 ফোনটি 20 ফেব্রুয়ারি লঞ্চ করতে চলেছে আর এই বিষয়ে কোম্পানি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। আর এর সঙ্গে কোম্পানি Galaxy S10 সিরিজের বাকি ফোন মার্কেটে আনতে পারে। আর শুধু তাই নয় আশা করা হচ্ছে যে এর সঙ্গে কোম্পানি তাদের ফুল ফোল্ডেবেল স্মার্টফোনও আনতে পারে তবে আপাতত এই বিষয়ে কিছু জানা যায়নি।

স্যামসাং তাদের এই ‘unpacked event’ কে San Francisco তে করতে চলেছে। আর আপনাদের বলে রাখি যে স্যামসাং এই ইভেন্টের সময়ে তাদের galaxy S10, S 10 Lite আর S10+ ফ্ল্যাগশিপ ফোন আনতে পারে। মজার বিষয় এই যে স্যামসাংয়ের আনপ্যাক ইভেন্ট MWC  শুরু হওয়ার এক সপ্তাহ আগে আসবে। আর কোম্পানি এই ইভেন্টের ইনভিটেশান পাঠানো শুরু করেছে আর এই ইনভাইটে “10” হাইলাইট করা হচ্ছে আর যা শুধু মাত্র galaxy S10 য়ের দিকে ইশারা করছে তাই ন্য বরং স্যামসাং সিরিজের 10 ম অ্যানিভার্সারির কথাও বলছে।

The Wall Street Journal য়ের রিপোর্ট অনুসারে স্যামসাং গ্যালাক্সি ফোল্ডেবেল লঞ্চ করতে পারে। আর আপনাদের বলে রাখি যে 2018 সালের ডিসেম্বর মাসে একটি টিজার এসেছিল যেখানে এই ডিভাইসটি OLED ফোল্ডিং ডিসপ্লের সঙ্গে দেখা গেছিল আর যে ফোল্ড হওয়ার পরে স্মার্টফোন আরও খুললে ট্যাবলেট ফর্মে ওপেন হবে। আর এও বলা হচ্ছে যে যদি কোম্পানি এই ইভেন্টে galaxy FolD নিয়ে আসে তবে হয়ত গ্যালাক্সি S10 য়ের চমক এই ডিভাইসের সামনে কমে যাবে।

আর এর সঙ্গে এও বলা হচ্ছে যে স্যামসাং তাদের ফোল্ডেবেল ফোন MWC তে নিয়ে আসতে পারে। আর এর সঙ্গে Galaxy S10 5G ভার্সানও এই বছর দেখা যেতে পারে আর এই বিষয়ে শোনা যাচ্ছে যে আগামী কিছু সময়ের মাধ্যে এই বিষয়ে অফিসিয়ালি জানা যাবে।

Galaxy S10 ফোনটির বিষয়ে আমরা যদি বলি তবে একটি লিক রিপোর্ট অনুসারে ফ্ল্যাগশিপ ফোনের “Lite” ভার্সান 5.8 ইচনির ইনফিনিটি 0 ডিসপ্লের সঙ্গে দেখা যেতে পারে। আর এর সঙ্গে ইনফিনিটি O ডিসপ্লের সঙ্গে সেলফি ক্যামেরার ডিসপ্লে হোলও থাকতে পারে। আর সেখানে নচ থাকবে না। আর সেখানে গ্যালাক্সি S 10 আর Galaxy S10+ য়ে বড় কার্ভড ইনফিনিটি O ডিসপ্লে থাকতে পারে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo