Samsung -এর আসন্ন Galaxy Z Flip 5 নিয়ে মানুষের চর্চার এবং আগ্রহের, কোনটারই শেষ নেই। এই ফোনটির বিষয়ে একাধিক তথ্য বারবার ফাঁস হয়ে যাচ্ছে।
সম্প্রতি এই ফোনের যে আনুষ্ঠানিক ক্লিয়ার প্রোটেক্টিভ কেস হবে সেটার ছবি প্রকাশ্যে এল। আর সেখান থেকেই এই ফোনের ডিজাইনের বিষয়ে একাধিক তথ্য উঠে এল।
জানা গেল এই ফোনে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বড় কভার ডিসপ্লে থাকবে এই ফোনে। সঙ্গে একটা ফোল্ডার প্যাটার্ন দেখা যাবে এখানে।
Ice Universe -এর তরফে Galaxy Z Flip 5- এর প্রোটেক্টিভ কভার প্রকাশ্যে আনা হয়েছে অনলাইনে। সেখানে এটিকে একাধিক সলিড কালারে দেখা গিয়েছে।
এই ছবিগুলো ফোনের বিষয়ে যে খুব বেশি নতুন তথ্য দিয়েছে তেমনটা নয়। তবে এটা বোঝা গেছে যে এই ব্র্যান্ডের তরফে এই ফোনটির জন্য একাধিক কালার অপশন নিয়ে আসা হয়েছে।
এখনও এই Galaxy Z Flip 5 -এর ডিজাইনটা গুজবের পর্যায় আছে। তবে অনেকেই দাবি করছেন এই ফোনের ব্যাক প্যানেলে কালো রঙের প্যানেল দেখা যাবে অর্ধেকটা জুড়ে। ফলে যখন ফোনটা অফ থাকবে তখন কভার ডিসপ্লের সঙ্গে এটা পুরো মিশে যাবে।
কেউ কেউ আবার বলছেন কভার স্ক্রিনের আশপাশের ফ্রেমে কিন্তু টিন্টেড কালার থাকতে পারে যেটা ফোনের সঙ্গে ম্যাচ করে যাবে।
কিছু কিছু জায়গায় হয়তো Samsung -এর তরফে এই ফোনের Bespoke Edition নিয়ে আসা হবে। ফলে তখন গ্রাহকরা নিজেদের পছন্দ মতো রং কাস্টোমাইজ করাতে পারবেন এই ফোন। এছাড়া Samsung -এর তরফে হয়তো একাধিক কেস কালার আনা হবে যা ফোনটির স্টাইলের সঙ্গে ম্যাচ করবে, ঠিক যেমনটা এই ফাঁস হওয়া ছবিগুলোতে দেখা গিয়েছে।
যেহেতু এখন এই ফোনটির লঞ্চের দিন এগিয়ে আসছে সেহেতু এই ফোন নিয়ে মানুষের মধ্যে আরও বেশি করে উন্মাদনা কাজ করছে। আগামী সপ্তাহে হয়তো এই ফোনের বিষয়ে আরও অনেক বেশি তথ্য জানা যাবে।