Samsung -এর তরফে তাদের Galaxy Unpacked ইভেন্টে Samsung Galaxy Z Fold 5 এবং Galaxy Z Flip 5 ফোন দুটোকে লঞ্চ করল। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হল এই ইভেন্ট। এখানে এক সঙ্গে লঞ্চ করা হয়েছে Galaxy Tab S9 সিরিজ সহ একটি স্মার্টওয়াচ।
এবার Samsung India -এর তরফে এই ফোনগুলোর দাম সহ লঞ্চ অফার প্রকাশ্যে আনা হল। দেখুন কবে থেকে দেশে কেনা যাবে এই ফোন।
Samsung Galaxy Z Fold 5 ফোনটির দাম দেশের বাজারে শুরু হচ্ছে 1,54,999 টাকা থেকে। এই দামে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। 1,64,999 টাকার বিনিময়ে পাবেন 12 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ।
আর টপ এন্ড মডেল অর্থাৎ যেখানে 12 GB RAM এবং 1 TB ইন্টারনাল স্টোরেজ আছে সেটার দাম পড়বে 1,84,999 টাকা। এই ফোনটি গ্রাহকরা আইসি ব্লু, ফ্যান্টম ব্ল্যাক, ক্রিম রঙে কিনতে পারবেন।
অন্যদিকে Samsung Galaxy Z Flip 5 ফোনটির দাম শুরু হচ্ছে 99,999 টাকার বিনিময়ে। এই দামে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কিনতে পারবেন। আর 8 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম পড়বে 1,09,999 টাকা। এই ফোন মিন্ট, গ্রাফাইট, ক্রিম এবং ল্যাভেন্ডার রঙে কেনা যাবে।
আগামী 17 অগাস্ট থেকে ভারতে কেনা যাবে এই ফোন। তবে যাঁরা চান তাঁরা এখনই এই ফোনের প্রিবুকিং সেরে রাখতে পারেন। 20,000 টাকা জমা দিয়ে এই ফোনগুলো বুক করা যাবে যে কোনও অনলাইন বা অফলাইন স্টোরে।
1. Samsung Galaxy Z Fold 5 ফোনটির প্রাইমারি ডিসপ্লেতে 7.6 ইঞ্চির ডায়নামিক AMOLED 2X ইনফিনিটি ফ্লেক্স প্যানেল আছে। এখানে 2176X1812 পিক্সেলের রেজোলিউশন সহ 120 Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।
2. এটির কভার ডিসপ্লেতে পাবেন 6.2 ইঞ্চির একটি Full HD+ ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে। এখানে 2316X904 পিক্সেলের রেজোলিউশন আছে।
3. Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। অর্থাৎ স্মুদ পারফরমেন্স পাওয়া যাবে। 12 GB RAM এবং 1 TB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন এখানে। অ্যান্ড্রয়েড 13 রয়েছে এই ফোনের সফটওয়্যার হিসেবে।
4. Galaxy Z Fold 5 ফোনটিতে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 12 এবং 10 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা আছে। অর্থাৎ এই ফোনের সাহায্যে ভাল ছবি তোলা যাবে সেটা স্পষ্ট। কিন্তু অন্যান্য প্রিমিয়াম ফোনে আরও বেশি মেগাপিক্সেলের সেন্সর থাকে। এখানে আন্ডার ডিসপ্লে আরও একটি ক্যামেরা আছে 4 মেগাপিক্সেলের।
5. Galaxy Z Fold 5 ফোনটিতে 25W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4400mAh ব্যাটারি আছে, সঙ্গে ফাস্ট ওয়্যারলেস চার্জিং -এর সুবিধা পাওয়া যাবে এখানে। ফলে বুঝতেই পারছেন এই ফোনের ব্যাটারি সাইজ বা চার্জিং স্পিড বেশ কম এবং ছোট।
6. এছাড়া এখানে S Pen, IPX8 রেটিং, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, NFC, Dolby Atmos, স্টিরিও স্পিকার ইত্যাদি আছে।
1. Samsung Galaxy Z Flip 5 ফোনটিতে 6.7 ইঞ্চির একটি Full HD+ ডায়নামিক AMOLED 2X ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে আছে মেইন স্ক্রিনে।
2. এখানে 3.4 ইঞ্চির একটি ছোট কভার ডিসপ্লে আছে যেখানে সুপার AMOLED স্ক্রিন থাকবে।
3. Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর রয়েছে এই ফোনে Galaxy Z Fold 5 এর মতোই। 8 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন এখানে। সফটওয়্যার হিসেবে এই ফোনে পাবেন অ্যান্ড্রয়েড 13।
আরও পড়ুন: Infinix GT 10 Pro Price: গেমিং কন্ট্রোল নিয়ে দেশে আসছে ইনফিনিক্সের নতুন ফোন, দাম 20,000 এর মধ্যেই?
4. 25W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 3700mAh ব্যাটারি আছে Galaxy Z Filp 5 ফোনে। ব্যাটারি সাইজ বা স্পিড অনেকটাই কম এখানে।
5. Galaxy Z Flip 5 ফোনটিতে 12 মেগাপিক্সেলের দুটো সেন্সর আছে। দুটো ফোনেই 10 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে।
6. এখানেও অন্যান্য ফিচারের মধ্যে আছে S Pen, IPX8 রেটিং, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, NFC, Dolby Atmos, স্টিরিও স্পিকার ইত্যাদি।