Samsung দক্ষিণ কোরিয়াতে নিজেদের Galaxy Wide 3 স্মার্টফোনটি লঞ্চ করেছে

Samsung  দক্ষিণ কোরিয়াতে নিজেদের Galaxy Wide 3 স্মার্টফোনটি লঞ্চ করেছে
HIGHLIGHTS

Samsung Galaxy Wide 3 স্মার্টফোনটি দুটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এদের মধ্যে সিলভার আর ব্ল্যাক কালার আছে

Samsung আর SK টেলিকমের চুক্তিতে কোম্পানি তাঁদের নতুন স্মার্টফোন Samsung Galaxy Wide 3 লঞ্চ করে দিয়েছে আর এই স্মার্টফোনটি গত বছর লঞ্চ হওয়া Galaxy Wide 2 স্মার্টফোনের যায়গা নেবে।

এই ডিভাইসটিতে 5.5ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর রেজিলিউশান 1280×720 পিক্সাল। আর এই ডিভাইসের ওজন 1.6GHz অক্টা কোর প্রসেসার, 2GB র‍্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। আর এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 400GB পর্যন্ত এক্সপেন্ড করা যেতে পারে।

এই ডিভাইসে 13মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে আর যা LED ফ্ল্যাশ আর f/1.7 অ্যাপার্চার যুক্ত আর এটি 1080p ভিডিও রেকর্ডিং অফার করে। এই ডিভাইসের ফ্রন্টে 13মেগাপিক্সালের ক্যামেরা আছে আর এর অ্যাপার্চার f/1.9। আর এই ডিভাইসে ফেস রেকগজেশান ফিচার আছে।

কানেক্টিভিটির জন্য এই ডিভাইসে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n ব্লুটুথ 4.1 আর GPS GLONASS অফার করেছে। Samsung Galaxy Wide 3 অ্যান্ড্রয়েড 8.0 ওরিও অপারেটিং সিস্টেমের সঙ্গে কোম্পানির কাস্টম ইউজার ইন্টারফেসে কাজ করে আর এই ডিভাইসের ব্যাটারি 3,300mAh।

Samsung Galaxy Wide 3 স্মার্টফোনটি দুটি কালার অপশানে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে সিল্ভার আর ব্ল্যাক কালার আছে। আর দক্ষিণ কোরিয়ায় এই ডিভাইসের দাম KRW 297,000প্রাউ $275। আর এই ডিভাইসটি স্পেশালি দক্ষিণ কোরিয়ার জন্য লঞ্চ করা হয়েছে কিন্তু এমন হতেই পারে যে এটি পরবর্তী সময়ে অন্য দেশেও লঞ্চ করা হতে পারে।

ইমেজসোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo