Samsung -এর Samsung Galaxy Unpacked Event এই সপ্তাহেই অনুষ্ঠিত হতে চলেছে। আগামী 26 জুলাই অনুষ্ঠিত হবে এই ইভেন্ট। এই দক্ষিণ কোরিয়ান কোম্পানির তরফে সদ্যই একটি টিজার ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই টিজার ভিডিয়োতে দেখা গিয়েছে তাদের এই ফোল্ডেবল সিরিজের সম্ভাব্য ডিজাইন কেমন হতে পারে।
এখনও পর্যন্ত কোম্পানির তরফে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি এই ইভেন্টে তাঁরা কী কী লঞ্চ করবে। তবে অনুমান করা হচ্ছে এখানে Samsung Galaxy Z Fold 5 এবং Galaxy Z Flip 5 লঞ্চ করা হবে। এই অনুষ্ঠান শুরুর আগে দেখুন এটির বিষয়ে নানা খুঁটিনাটি।
আগেই যেমনটা বলা হল। এই Samsung Galaxy Unpacked Event আগামী 26 জুলাই অনুষ্ঠিত হবে। এটি ভারতীয় সময় অনুযায়ী বিকেল 4.30টা থেকে শুরু হবে।
Samsung -এর তরফে এই প্রথমবার তাদের Galaxy Unpacked ইভেন্ট তাদের হোম কান্ট্রি অর্থাৎ দক্ষিণ কোরিয়াতেই অনুষ্ঠিত হবে। অন্যান্য দেশের বাসিন্দারা এই অনুষ্ঠান Samsung -এর ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন।
Samsung -এর তরফে ইতিমধ্যেই তাদের আপকামিং প্রোডাক্টের প্রিঅর্ডার নেওয়া শুরু করে দিয়েছে। যাঁরা এই প্রোডাক্ট কিনতে চান তাঁরা মাত্র 1,999 টাকা জমা দিতে পারবেন।
Samsung Galaxy Unpacked Event -এ Galaxy Z Flip 5, Galaxy Z Fold 5, Galaxy S9 Tab, Galaxy Watch 6 সিরিজ লঞ্চ করতে পারে।
সদ্য ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছে Samsung Galaxy Z Flip 5 -এর কভার ডিসপ্লের সাইজ বাড়ানো হবে। 3.4 ইঞ্চি সাইজ করা হবে এই ফোনের কভার ডিসপ্লের। এছাড়া এখানে Snapdragon 8 Gen 2 প্রসেসর থাকবে বলেই জানা গিয়েছে।
তবে ফটোগ্রাফির জন্য সেই 12 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে বলেই অনুমান করা হচ্ছে। কিন্তু অতিরিক্ত সুবিধার জন্য IP58 রেটিং পাওয়া যেতে পারে এই ফোনে যা জল এবং ধুলো প্রতিরোধ করবে।
Galaxy Z Fold 5 ফোনটিতে Snapdragon 8 Gen 2 প্রসেসর থাকবে বলেই জানা গিয়েছে। ফলে এই ফুই ফোনের পারফরমেন্স যে বেশ ভালো হতে চলেছে সেটা বলা যায়। এছাড়া এখানে 7.6 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে থাকবে সঙ্গে 6.2ইঞ্চির একটি কভার ডিসপ্লে দেখা যাবে এই ফোনে। প্রসঙ্গত এই কভার ডিসপ্লেটি AMOLED ডিসপ্লে হবে বলেই জানানো হয়েছে।
50+12+10 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে এই ফোনে। আর সেলফি তোলার জন্য 12 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন। ফলে সবটা মিলিয়েই যে এই ফোনে একটা দুর্দান্ত ফটো তোলার অভিজ্ঞতা পাওয়া যাবে সেটা স্পষ্ট।
আরও পড়ুন: WhatsApp Hacks: কাজের মাঝে অজানা নম্বর থেকে বারবার কল? সাইলেন্ট করুন এই উপায়ে
এছাড়া এই অনুষ্ঠান S9 Tab সিরিজ লঞ্চ হতে পারে যেখানে Tab S9, Tab S9 Plus এবং Tab S9 Ultra থাকবে বলেই অনুমান করা হচ্ছে। OLED ডিসপ্লে দেখা যাবে Galaxy Tab S9 -এ।
অন্যদিকে Galaxy Watch 6 সিরিজে কার্ভড গ্লাস এবং উন্নতমানের একটি ব্যাটারি দেখা যাবে বলেই আপাতত জানা গিয়েছে। Samsung -এর তরফে জানানো হয়েছে এই ঘড়িটি হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে। এছাড়া টেম্পারেচার সেন্সর থাকতে পারে এখানে।