Galaxy Unpacked 2025: 22 জানুয়ারি লঞ্চ হবে Samsung এর পাওয়ারফুল Galaxy S25 Series স্মার্টফোন, থাকবে Galaxy S25 Ultra ফোনও

Updated on 07-Jan-2025
HIGHLIGHTS

Samsung ঘোষণা করেছে যে আগামী 22 জানুয়ারি Galaxy Unpacked January 2025 আয়োজিত হবে

গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট জানুয়ারি 2025 ইভেন্টে কোম্পানি লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S25 Series লঞ্চ করবে

গ্যালাক্সি এস25 সিরিজের আওতায় তিনটি স্মার্টফোন গ্যালাক্সি এস25, গ্যালাক্সি এস25 প্লাস এবং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোন আনা হবে

Samsung কিছু দিনের মধ্যে বহু প্রতীক্ষিত Galaxy Unpacked 2025 ইভেন্ট আয়োজিত করতে চলেছে। সাইথ কোরিয়ান কোম্পানি নিজেই এই বিষয় ঘোষণা করেছে। স্যামসাং এর সবচেয়ে বড় ইভেন্ট 22 জানুয়ারি হতে চলেছে। স্যামসাং নিশ্চিত করেছে যে আগামী গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট 22 জানুয়ারি হবে। এই ইভেন্টে কোম্পানি লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S25 Series লঞ্চ করবে।

Galaxy Unpacked January 2025 ইভেন্ট কখন হবে ভারতে

স্যামসাং অফিসিয়ালি ঘোষণা করেছে যে আগামী 22 জানুয়ারি ‘গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট জানুয়ারি 2025’ আয়োজিত হবে। 22 জানুয়ারি আমেরিকার ক্যালিফোর্নিয়া তে ভারতীয় সময় অনুযায়ী রাত 11.30 টায় ইভেন্ট লাইভ করা হবে।

আরও পড়ুন: 32MP সেলফি ক্যামেরা সহ Motorola 5G ফোন কিনুন 20 হাজার টাকার কম দামে

Samsung Galaxy S25 Series এ কোন স্মার্টফোন হবে লঞ্চ

গ্যালাক্সি এস25 সিরিজের আওতায় তিনটি স্মার্টফোন গ্যালাক্সি এস25, গ্যালাক্সি এস25 প্লাস এবং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোন আনা হবে। ইভেন্টে এই তিনটি ফোনের দাম, ভারতে সেল তারিখ সহ স্পেসিফিকেশন প্রকাশ করা হবে।

আপকামিং স্যামসাং গ্যালাক্সি এস25 সিরিজের ভারতে প্রিবুকিং শুরু হয় গেছে। গ্রাহকরা আজ থেকে 1999 টাকা দিয়ে ফোনটি প্রিবুক করে 5000 টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন। কোম্পানি নিশ্চিত করেছে যে নতুন স্যামসাং গ্যালাক্সি এস25 সিরিজের সমস্ত মডেল এডভান্স এবং আগামী প্রজন্মের AI সহ ফিচার সহ আসবে।

স্যামসাং গ্যালাক্সি এস25 সিরিজের স্পেসিফিকেশন এবং ফিচার কী হবে

ডিসপ্লে: গ্যালাক্সি এস25 ফোনে 6.2-ইঞ্চি, গ্যালাক্সি এস25 প্লাস ফোনে 6.7 ইঞ্চি এবং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনে 6.86-ইঞ্চি স্ক্রিন দেওয়া যেতে পারে। এই আপকামিং স্মার্টফোনে Dynamic LTPO AMOLED 2x পঞ্চ-হোল স্ক্রিন থাকবে আশা করা হচ্ছে। এতে QHD+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট থাকতে পারে।

প্রসেসর: গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনটি কোয়ালকম এর Snapdragon 8 Elite চিপসেটে লঞ্চ হতে পারে। এই একই প্রসেসর আমরা OnePlus 13, Xiaomi 15, iQOO 13 এবং Realme GT 7 Pro ফোনে দেখতে পেয়েছি। পাশাপাশি, গ্যালাক্সি এস25 এবং গ্যালাক্সি এস25 প্লাস ফোনে Exynos 2500 প্রসেসর দেওয়া যেতে পারে।

ক্যামেরা: গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা থাকবে। যেখানে গ্যালাক্সি এস25 এবং গ্যালাক্সি এস25 প্লাস ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। লিক অনুযায়ী, গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনে 200MP মেইন ক্যামেরা দেওয়া হবে। সাথে পেয়ার করা হবে 50MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স, 50MP পেরিস্কোপ লেন্স এবং 10MP টেলিফটো লেন্স। ফ্রন্টে 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে।

লিক থেকে জানা গেছে যে গ্যালাক্সি এস25 এবং গ্যালাক্সি এস25 প্লাস ফোনে 50MP মেইন ক্যামেরা সেন্সর সাপোর্ট করবে।

ব্যাটারি: আপকামিং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনে শক্তিশালী ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: OnePlus 13 Price Leaked: লঞ্চের আগে ফাঁস হল ওয়ানপ্লাস 13 ফোনের ভারতীয় দাম, জানুন OnePlus 12 থেকে দামি হবে নাকি সস্তা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :