Samsung Galaxy Tab S3 ভারতে লঞ্চ হল, দাম Rs. 47,990

Updated on 21-Jun-2017
HIGHLIGHTS

Samsung Galaxy Tab S3 এ 9.7-ইঞ্চির QXGA সুপার AMOLED ডিসপ্লে আছে

Samsung Galaxy Tab S3 কে ভারতে লঞ্চ করা হয়েছে। ভারতে এর দাম Rs. 47,990। এই ট্যাবলেটটি সেলের জন্য পাওয়া যাচ্ছে। এটি অফলাইন স্টোর্সে পাওয়া শুরু হয়ে গেছে। এর সঙ্গে অ্যামাজন আর ফ্লিপকার্টেও সেলের জন্য পাওয়া যাচ্ছে।

এরসঙ্গে কোম্পানি একটি নতুন বুক কভারও নিয়ে এসেছে, যার দাম Rs. 2,999, আবার একটি পোগো কিবোর্ড কভারও কোম্পানি নিয়ে এসেছে , এর দাম Rs. 8,499।

Samsung Galaxy Tab S3 এর ফিচার্স এবার দেখে নেওয়া যাক। এতে 9.7-ইঞ্চির QXGA সুপার AMOLED আছে। এই ডিসপ্লের রেজিলিউশন 2048×1536। এই ট্যাবলেটটিতে চারটি স্টিরিও স্পিকার আছে। এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 820 প্রসেসার আছে, আর এর র‍্যাম 4GB’র। এটি 32GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত, একে  256GB অব্দি বাড়ানো যায় মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে।

এই ডিভাইসের ক্যামেরা কেমন তা এবার দেখে নেওয়া যাক। এই ডিভাইসের রেয়ার ক্যামেরা 13MP’র। আর এর ফ্রন্ট ক্যামেরা 5MP’র। এটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে। এর ব্যাটারি 6,000mAh। এটি 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ 4.2, USB টাইপ- C আর GPS এর মতন ফিচার্স সাপোর্ট করে। এর সাইজ 237.3 x 169.0 x 6.0 mm আর ওজন 434 গ্রাম।

Connect On :