Samsung Galaxy S9 আর S9+ ভারতে প্রিঅর্ডার করা যাচ্ছে, এর জন্য 2,000 টাকার অ্যাডভান্স পেমেন্ট করতে হবে

Updated on 27-Feb-2018
HIGHLIGHTS

এই স্মার্টফোন দুটি MWC 2018 তে লঞ্চ করা হয়েছিল আর এবার এই ডিভাইস দুটি কোম্পানির অফিসিয়াল স্টোর আর বাছাই করা অফলাইন স্যামসং শপে প্রিঅর্ডার করা যাচ্ছে

MWC 2018 তে স্যামসং তাদের নতুন স্মার্টফোন Galaxy S9 আর Galaxy S9 প্লাস লঞ্চ করেছে। Galaxy S9 আর S9+ মিডনাইট ব্ল্যাক, টাইটেনিয়াম গ্রে, কোরেল ব্লু আর একটি নতুন লিলেক পার্পেল কালারে পাওয়া যাবে।

কোম্পানি বলেছিল যে এই হ্যান্ডসেটটি USতে 16 মার্চ থেকে সেলের জন্য পাওয়া যাবে, কিন্তু এটির ভারতীয় দাম আর কবে থেকে ভারতে পাওয়া যাবে তা বলেনি।তবে এখন এই স্মার্টফোনটি ভারতে প্রিঅর্ডার করা যাচ্ছে যার জন্য গ্রাহকদের 2,000 টাকার অয়াডভান্স পেমেন্ট করতে হবে। Galaxy S9 আর Galaxy S9 প্লাস কোম্পানির কিছু বাছাই করা অফলাইন স্টোর আর অনলাইন স্টোরে কিনতে পাওয়া যেতে পারে। এসেগেল ফ্লিপকার্টের কুলিং ডেজ সেল

এই দুটি স্মার্টফোনের প্রি-বুকিং কিছু বাছাই করা স্যামসং স্টোরেও করা যাবে। গ্রাহকদের এই স্টোর গুলিতে গিয়ে 2,000 টাকা দিয়ে প্রি বুকিং করতে হবে। গ্রাহদকের নিজদের বিষয়ক তথ্য সেখানে দিতে হবে, ইমেল-আইডি আর ফোন নম্বর ইত্যাদি আর স্মার্টফোন যবে থেকে পাওয়া শুরু হবে তখন গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা হবে।

US তে Samsung Galaxy S9 আর S9 Plus এর দাম যথাক্রমে: $719.99 ( 46,600টাকা প্রায়) আর $839.99 ( 54,400টাকা প্রায়) হবে।

Galaxy S9 ফোনটিতে 5.8-ইঞ্চির কোয়াড HD+ কার্ভড সুপার AMOLED ডিসপ্লে থাকবে, আর S9+ এ 6.2-ইঞ্চির কোয়াড HD+ কাক্ররভড সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। দুটি ফোনই IP68 সার্টিফায়েড। Galaxy S9 ফোনটিতে সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে আর সেখানে S9+ এ ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। দুটি ফোনেই সামনের দিকে 8MP’র ক্যামেরা দেওয়া হয়েছে।

Galaxy S9 ফোনটিতে 4GB র‍্যামের সঙ্গে 64GB/128GB/256GB স্টোরেজ অপশান্দ দেওয়া হয়েছে আর এর স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 400GB অবচি এক্সপেন্ড করা যেতে পারে। আর সেখানে S9+ ফোনটিতে 6GB র‍্যামের সঙ্গে 64GB/128GB/256GB স্টোরেজ অপশান দেওয়া হয়েছে। আর এটিকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 400GB অব্দি বাড়ানো যেতে পারে।

Galaxy S9 ফোনটিতে 3000mAh এর ব্যাটারি আছে আর সেখানে S9+ ফোনটিতে 3500mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। দুটিই ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Connect On :