MWC 2018: Samsung Galaxy S9 আর S9 Plus লঞ্চ হল

Updated on 26-Feb-2018
HIGHLIGHTS

Galaxy S9 ফোনটিতে রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, আর সেখানে S9+ ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা আছে, দুটি ফোনে সামনের দিকে 8MP’র রেয়ার ক্যামেরা আছে

MWC 2018’র প্রথম দিনে স্যামসং তাদের দুটি নতুন স্মার্টফোন Galaxy S9 আর Galaxy S9 Plus নিয়ে এসেছে। Galaxy S9 and S9+ মার্চ 2018 থেকে মার্কেটে মিডনাইট ব্ল্যাক, টাইটেনিয়াম গ্রে, কোরেল ব্লু আর একটি নতুন লিলক পার্পেল রঙে পাওয়া যাবে। এই প্রোডাক্ট গুলির ওপর কিছু স্পেশাল অফার পাওয়া যাচ্ছে

Galaxy S9 ফোনটিতে 5.8-ইঞ্চির কোয়াড HD+ কার্ভড সুপার AMOLED ডিসপ্লে থাকবে, আর সেখানে S9+ ফোনটিতে 6.2-ইঞ্চির কোয়াড HD+ কার্ভড সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। দুটি ফোনই IP68 সার্টিফায়েড।

Galaxy S9 ফোনটিতে সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, আর সেখানে S9+ ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা আছে। দুটি ফোনের সামনের দিকে 8MP’র ক্যামেরা আছে।

Galaxy S9 ফোনটিতে 4GB র‍্যামের সঙ্গে 64GB/128GB/256GB স্টোরেজ অপশান যুক্ত আর এর স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড এর মাধ্যমে 400GB অব্দি বাড়ানো যেতে পারে। আর সেখানে S9+ ফোনটিতে 6GB র‍্যামের সঙ্গে 64GB/128GB/256GB স্টোরেজ অপশান দেওয়া হয়েছে, এর স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 400GB অব্দি বাড়ানো যেতে পারে।

Galaxy S9 ফোনটিতে 3000mAh এর ব্যাটারি আছে আর সেখানে S9+ ফোনটিতে 3500mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। দুটিই ফাস্ট ওয়ার্ড চার্জিং সাপোর্ট করে।

Connect On :