স্যামসং তাদের সব থেকে শক্তিশালী স্মার্টফোন আগামী কাল ভারতে লঞ্চ করবে

স্যামসং তাদের সব থেকে শক্তিশালী স্মার্টফোন আগামী কাল ভারতে লঞ্চ করবে
HIGHLIGHTS

Galaxy S9 ফোনটিতে 5.8-ইঞ্চির কোয়াড HD+ কার্ভড সুপার AMOLED ডিসপ্লে থাকবে, আর সেখানে S9+ ফোনটিতে 6.2- ইঞ্চির কোয়াড HD+ কার্ভড সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, দুটি ফোনই IP68 সার্টিফায়েড

Samsung Galaxy S9 আর S9+ সম্প্রতি MWC 2018তে লঞ্চ হয়েছিল। আর এবার এই দুটি স্মার্টফোনকে কোম্পানি আগামী কাল ভারতে লঞ্চ করবে। এর জন্য কোম্পানি নিউ দিল্লিতে একটি ইভেন্টে রেখেছে। এই ইভেন্টের জন্য কোম্পানি মিডিয়া ইনভিটেশান পাঠানোও শুরু করে দিয়েছে। স্যামসং কার্নিভালঃ এই স্মার্টফোন গুলির ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

Galaxy S9 ফোনটিতে 5.8-ইঞ্চির HD+ কার্ভড সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হবে, আর সেখানে S9+ ফোনটিতে 6.2- ইঞ্চির কোয়াড HD+ কার্ভড সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, দুটি ফোনই IP68 সার্টিফায়েড।

Galaxy S9 ফোনটিতে সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, আর সেখানে S9+ ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা আছে। দুটি ফোনে সামনের দিকে 8MP’র ক্যামেরা দেওয়া হয়েছে।

Galaxy S9 ফোনটিতে 4GB র‍্যামের সঙ্গে 64GB/128GB/256GB স্টোরেজ অপশান পাওয়া যাচ্ছে। আর এর স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 400GB অব্দি বাড়ানো যায়। আর সেখানে S9+ ফোনটিকে 6GB র‍্যামের সঙ্গে 64GB/128GB/256GB স্টোরেজ অপশানের সঙ্গে দেওয়া হয়েছে, এর স্টোরেজকেও মাইক্রোএসডি কার্ড দিয়ে 400GB অব্দি বাড়ানো যায়।

Galaxy S9 ফোনটিতে 3000mAh এর ব্যাটারি আছে আর S9+ ফোনটিতে 3500mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। দুটি ফোনই ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo