Samsung Galaxy S8 plus এর 6GB র্যামের ভেরিয়েন্টটি ভারতে লঞ্চ হল
এই ভেরিয়েন্টটিকে Samsung Shop আর Flipkart এ আজ থেকে প্রি অর্ডার করা যাবে
Samsung এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy S8 plus এর 6GB র্যামের ভেরিয়েন্টটি ভারতে লঞ্চ করা হয়েছে। এই ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ 128GB।
এই ভেরিয়েন্টটি ভারতে 8 জুন থেকে পাওয়া আজবে। এই ডিভাইসটির দাম Rs. 74,990 হবে। এই ভেরিয়েন্টটিকে Samsung Shop আর Flipkart এ আজ থেকে প্রি অর্ডার করা যাবে।
এই ফোনটিতে 6.2 –ইঞ্চির আর গ্যালাক্সি S8এ 5.8 ইঞ্চির QHD Super AMOLED ডিসপ্লে থাকবে। এই দুটি ফোন IP68 টেকনলজি যুক্ত যার ফলে ফোনটি ওয়াটার আর ডাস্ট প্রোটেকশন যুক্ত।
গ্যালাক্সি S8 এ AI অ্যাসিস্টেন্স 'Bixby' ও আছে। এই ফিচারটি ভয়েস কমান্ডে কাজ করে আর ইউজার্সদের প্রশ্নের উত্তর দেয়। এছাড়া আই ডিভাইসে 4GB র্যাম আর 64GB’র ইন্টারনাল স্টোরেজ আছে। এই ডিভাইসের ব্যাটারি 3000mAH আর S8 প্লাসের ব্যাটারি 3500mAhএর। এই ব্যাটারি ওয়ার আর ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে।
এই ডিভাইসের রেয়ার ক্যামেরা 12 মেগাপিক্সালের আর ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সালের। এছাড়া এই ফোনটিতে ওয়ারলেস চার্জিং এর ফিচার আছে। Samsung galaxy S8 আর S8 plus দুটি ডিভাইসে বায়োমেট্রিক অথেনটিকেশন ফিচার আছে।