Samsung Galaxy S8, Galaxy S8+ ভারতে হল লঞ্চ, দাম Rs.57,900 আর Rs.64,900

Updated on 20-Apr-2017
HIGHLIGHTS

Samsung Galaxy S8 এ 5.8 ইঞ্চির ডিসপ্লে আছে, সেখানে Galaxy S8+ এ 6.2 ইঞ্চির ডিসপ্লে আছে. দুটি ফোনই কোম্পানির AI বেসড অ্যাসিস্টেন্স সিস্টেম Bixby যুক্ত

স্যামসং ভারতে তাদের এবছরের ফ্ল্যাগশিপ ডিভাইস Samsung Galaxy S8 আর Galaxy S8+ লঞ্চ করে দিয়েছে. Samsung Galaxy S8 এর দাম Rs.57,900 আর Galaxy S8+ এর দাম Rs.64,900 করা হয়েছে. দুটিই কোম্পানির AI বেসড অ্যাসিস্টেন্স Bixby যুক্ত. ভলিউম রকারের নিচে থাকা একটি ডেডিকেটেড বটনের মাধ্যমে একে অ্যাক্টিভেট করা যাবে.

দুটি ডিভাইসে একই রকমের স্পেকস পাওয়া যাবে, তবে দুটি ফোনের স্ক্রিন সাইজের পার্থক্য আছে. Samsung Galaxy S8 এ 5.8 ইঞ্চির ডিসপ্লে আর 3000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সেখানে Galaxy S8+  এ 6.2 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে 3500mAh ব্যাটারি দেওয়া হয়েছে. দুটি ফোনই কোম্পানির ইনফিনিটি ডিসপ্লে যুক্ত, যার রেজিলিউশন 2960×1440 পিক্সাল আর এর রেসিও 18:9. এটি গ্যালাক্সি সিরিজের প্রথম ফেসের ফোন যাতে ফিজিকাল হোম বটন নেই. ফোনের রেয়ারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও দেওয়া হয়েছে. দুটি ডিভাইসই আইরিশ আর ফেসিয়াল রেকগনেশন যুক্ত.

আরো দেখুন: Asus Zenfone 3 Laser এর জন্য অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট আপডেটের সেল আউট শুরু

দুটিই কোম্পানির নিজের Exynos 8895 প্রসেসর যুক্ত. দুটিতেই 4GB র্যাম র 64GBর ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে. ফোনের পেছনের দিকে 12MP ক্যামেরা দেওয়া হয়েছে যা ডুয়াল পিক্সাল টেকনলজি যুক্ত. সামনের দিকে 8MP ক্যামেরা দেওয়া হয়েছে.

আরো দেখুন: Lenovo Moto Z2 Force এ 3.5mm অডিও জ্যাক থাকবে

আরো দেখুন: WhatsApp তাড়াতাড়ি লঞ্চ করবে ‘চেঞ্জ নম্বর’ আর লাইভ লোকেশন শেয়ারিং ফিচার

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :