Samsung Galaxy S7 ফোনটির ওপর খুব ভাল ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

Updated on 06-Nov-2017
HIGHLIGHTS

এটি 12MP’র রেয়ার আর 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা যুক্ত

অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে স্যামসং মোবাইল ফেস্ট চলছে। এই ফেস্টে স্যামসং এর বেশ কিছু স্মার্টফোনের ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এই অফারে আমাদের অন্যতম সেরা ডিল বলে মনে হয়েছে স্যামসং গ্যালাক্সি S7 ফোনটির ওপর যে ডিস্কাউন্ট দেওয়া হচ্ছে তা।

আলসে ফ্লিপকার্ট Samsung Galaxy S7 32 GB ভেরিয়েন্টের ওপর ডিস্কাউন্ট দিচ্ছে। ফ্লিপকার্টে এই ফোনটির দাম Rs. 46,000 বলা হয়েছে। কিন্তু আজকে ৩৪% ডিস্কাউন্টের পরে এটি মাত্র Rs. 29,990 টাকায় কেনা যাচ্ছে। আর এর সঙ্গে এই ফোনটির ওপর Rs.  25,000 অব্দি এক্সচেঞ্জ অফারও পাওয়া যাচ্ছে। এই ফোনটিকে   Rs. 1025 মান্থলি ইন্সটলমেন্টে কেনা যেতে পারে।

Samsung Galaxy S7 ফোনটির ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 4GB র‍্যামের সঙ্গে 32GB’র ইন্টারনালস্টোরেজ দেওয়া হয়েছে। আর এর সঙ্গে এতে 5.1-ইঞ্চির কোয়াড HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটিতে 12MP’র রেয়ার ক্যামেরা আর 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাটারি 3000mAh এর আর এতে Exynos 8890  এর প্রসেসার দেওয়া হয়েছে।  

Connect On :