Samsung Galaxy S6 Edge ভারতে অ্যান্ড্রয়েড নৌগাট আপডেটে পাওয়া যাচ্ছে

Updated on 21-Apr-2017
HIGHLIGHTS

এর সঙ্গে Samsung Galaxy S6 ও এই নতুন আপডেট পেয়েছে

স্যামসং এবছর জানুয়ারিতে Samsung Galaxy S7 আর Samsung Galaxy S7 Edge কে অ্যান্ড্রয়েড নৌগাটের আপডেট দিয়েছিল. এবার খবর পাওয়া গেছে যে, কোম্পানি ভারতে উপস্থিত Samsung Galaxy S6 আর Samsung Galaxy S6 Edge এর জন্যও অ্যান্ড্রয়েড নৌগাট আপডেট নিয়ে এসছে. তবে ভারতে থাকা এই দুটি স্মার্টফোনের সব ইউনিট অব্দি এই আপডেট পৌছাতে কিছু সময় লাগবে.

আপনি যদি এই স্মার্টফোনের ফিচার্স দেখেন তবে স্যামসং গ্যালাক্সি S6 এ 5.1ইঞ্চির সুপার AMOLED QHD ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজিলিউশন 2560×1440 পিক্সাল. এই স্মার্টফোনটি স্যামসং এর অ্যাক্সেনস 7420 চিপসেট আর 3GB র্যাম যুক্ত. এই স্মার্টফোনটিতে 32GB,64GB আর 128GB ইন্টারনাল স্টোরেজ অপশান আছে.

আরো দেখুন: Jioর নতুন ‘রেট কাটার প্ল্যান’, Rs.3 এ করুন ইন্টারন্যাশানাল কলিং 

এর সঙ্গে এই স্মার্টফোনটিতে 16 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 5 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরাও আছে. রেয়ার ক্যামেরাতে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন আছে. এই স্মার্টফোনে 2550mAh এর ব্যাটারি আছে, যাতে আল্ট্রা পাওয়ার সেভিং মোড, ওয়ারলেস চার্জিং আর ফাস্ট চার্জিং এর সুবিধা পাওয়া যায়. কানেক্টিভিটির জন্য এতে 4G LTE, ব্লুটুথ, ওয়াই-ফাই আর NFC ফিচার্স আছে.

আরো দেখুন: Xiaomi Mi 5 ভারতে পেল অ্যান্ড্রয়েড নৌগাটের আপডেট

আরো দেখুন: Aircel এবার তাদের ইউজার্সদের ন্যাশানাল রোমিং এর সময় ফ্রি ইনকামিং কলের সুবিধা দেবে

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :