অনেক ফোনের কোম্পানি ভারতীয় বাজার মাত করলেও এখনও স্যামসং এর একটি আলাদা জনপ্রিয়তা আছে। আর সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই আমরা আপনাদের জানাচ্ছি যে স্যমসং এর একটি স্মার্টফোনের ওপর বিশাল ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। আসলে Samsung Galaxy S5 ফ্লিপকার্টে বিশাল ডিস্কাউন্টের সঙ্গে পাওয়া যাচ্ছে।
ফ্লিপকার্টের সাইট অনুসারে এই স্মার্টফোনটির দাম Rs. 21,999 কিন্তু এর ওপর এখন 22% এর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এর এই ডিস্কাউন্টের পরে ফোনটি আপনি Rs. 16,999 দামে কিনতে পারবেন। এতে 2GB র্যাম আর 16GB’র ইন্টারনাল স্টোরেজ আছে।
Samsung Galaxy S5 ফোনটির ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক এই ফোনটিতে 2GB র্যাম আর 16GB’র ইন্টারনাল স্টোরেজ আছে। এই ইন্টারনাল স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়। এই ফোনের ডিসপ্লে 5.1- ইঞ্চির ফুল HD ডিসপ্লে।
এই স্মার্টফোনের ক্যামেরা কেমন তা আমরা আপনাদের একবার বলে রাখি। এই ফোনটিতে 16 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে আর এর ফ্রন্ট ক্যামেরাটি 2 মেগাপিক্সালের। এই ফোনের ব্যাটারিটি 2800mAh ক্ষমতাসম্পন্ন।