Samsung Galaxy S5 ডিস্কাউন্টে পাওয়া যাচ্ছে

Updated on 05-Jun-2017
HIGHLIGHTS

Samsung Galaxy S5 এ 2GB’র র‍্যাম আছে

অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্ট এমনিতে প্রায়ই বিভিন্ন প্রোডাক্টে খুব ভাল ডিস্কাউন্ট দেয়, কিন্তু এবার ফ্লিপকার্ট Samsung Galaxy S5 এর ওপর খুব ভাল ডিস্কাউন্ট দিচ্ছে। ফ্লিপকার্টের সাইটে পাওয়া তথ্য এই ফোনটির আসল দাম Rs. 21,999 বলেছে আর এটি এবার 22% ডিস্কাউন্টের পরে Rs. 16,999 দিয়ে কেনা হচ্ছে। এটি হোয়াইট রঙে সেলের জন্য পাওয়া যাচ্ছে, এই ফোনটির র‍্যাম 2GB’র আর এর ইন্টারনাল স্টোরেজ 16GB। 

Samsung Galaxy S5 এর ফিচার্স গুলি একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 2GB’র র‍্যাম আর 16GB’র স্টোরেজ আছে। এই স্মার্টফোনটির স্টোরেজ মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যেতে পারে। এই ফোনটিতে 5.1-ইঞ্চির ফুল HD ডিসপ্লেও দেওয়া হয়েছে।

এই স্মার্টফোনটির ক্যামেরা সেটআপ কেমন তা একাব্র দেখে নেওয়া যাক। এই ফোনটির রেয়ার ক্যামেরা 16 মেগাপিক্সালের। এর সঙ্গে এতে 2 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি 2800mAhএর।

Connect On :