Samsung Galaxy S5 এর ওপর Flipkart ডিস্কাউন্ট দিচ্ছে
Samsung Galaxy S5 ফোনটিতে 2GB র্যাম আছে
আজও ভারতীয় টেলিফোনের বাজারে স্যামসং এর একটা আলাদা জনপ্রতিয়তা আছে। আর আপনিও যদি বেশ কিছু দিন ধরে স্যামসং এর কোন স্মার্টফোন কেনার ব্যাপারে ভাবছেন তবে আজ আপনার জন্য একটি ভাল সুযোগ এসেছে। আসলে অনলাইন ওয়েবসাইট ফ্লিপকার্ট Samsung Galaxy S5 হোয়াইট ভেরিয়েন্টে ডিস্কাউন্ট দিচ্ছে। এর আসল দাম অবশ্য Rs. 21,999 আর ডিস্কাউন্টের পরে এটি মাত্র Rs. 16,999তে আপনার হতে পারে। ফ্লিপকার্ট এই ফোনটির ওপর 22% এর ডিস্কাউন্ট দিচ্ছে। আর এর সঙ্গে এক্সচেঞ্জ অফারও পাওয়া যাচ্ছে। এটি হোয়াইট রঙে সেলের জন্য পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে 2GB র্যাম আর 16GB’র ইন্টারনাল স্টোরেজ আছে।
Samsung Galaxy S5 ফোনটির ফিচার্স কেমন তা একবার দেখা যাক। এই ফোনটিতে 2GB র্যামা আছে আর এই ফোনের ইন্টারনাল স্টোরেজ 16GB’র। এই স্মার্টফোনটির স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়। এই ফোনে 5.1-ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে।
এই স্মার্টফোনটির ক্যামেরা সেটআপ একবার দেখে নেওয়া যাক। এই ফোনে 16 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে আর এই ফোনের ফ্রন্ট ক্যামেরা 2 মেগাপিক্সালের। এই ফোনটিতে 2800mAh এর ব্যাটারি আছে।