200MP প্রাইমারি ক্যামেরা এবং AI ফিচার সহ Samsung Galaxy S25 Ultra কবে হবে লঞ্চ? আর কী থাকবে বিশেষ জানুন

200MP প্রাইমারি ক্যামেরা এবং AI ফিচার সহ Samsung Galaxy S25 Ultra কবে হবে লঞ্চ? আর কী থাকবে বিশেষ জানুন
HIGHLIGHTS

সাউথ কোরিয়ান কোম্পানি ভারতে তার ফ্ল্যাগশিপ ফোন Samsung Galaxy S25 Series বাজারে আনতে চলেছে

Samsung Galaxy S25 Ultra ফোনটি আগামী বছর 2025 এর শুরুর দিকে বাজারে আসতে পারে

গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনে 200MP ISOCELL প্রাইমারি সেন্সর দেওয়া হবে

সম্প্রতি টেক জয়েন্ট কোম্পনি Apple কোম্পানি তার iPhone 16 সিরিজ লঞ্চ করেছে। আইফোন 16 কে টেক্কা দিতে শীঘ্রই সাউথ কোরিয়ান কোম্পানি ভারতে তার ফ্ল্যাগশিপ ফোন Samsung Galaxy S25 Series বাজারে আনতে চলেছে। খবর অনুযায়ী, কোম্পানি এখন তার স্যামসাং গ্যালাক্সি এস25 সিরিজে কাজ করছে। এই সিরিজের Galaxy S25 Ultra ফোনের একাধিক তথ্য অনলাইনে ফাঁস হয়েছে।

এখন কোম্পানি ডিজাইন থেকে ক্যামেরা ফিচার পর্যন্ত এই স্মার্টফোনে একগুচ্ছ আপগ্রেড করতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক কী বিশেষ থাকবে স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনে।

আরও পড়ুন: মাত্র 499 টাকার শুরুর দামে কিনুন Wireless Earbuds, অ্যামাজন সেলে 1000 টাকার কমে সেরা ডিল

Galaxy S25 Ultra স্মার্টফোনের লঞ্চ কবে এবং দাম কত হবে

স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনটি আগামী বছর 2025 এর শুরুর দিকে বাজারে আসতে পারে। এটি গ্লোবাল মার্কেটে ফেব্রুয়ারি মাসে আনা হবে। মার্চ অবধি আপকামিং স্যামসাং ডিভাইসটি ভারতে বিক্রি করা শুরু হবে।

দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনের বেস মডেলের দাম 1,20,000 টাকা থেকে শুরু হতে পারে।

Samsung Galaxy S25 Ultra

স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনে স্পেক্স কী থাকবে

এখন পর্যন্ত আশা খবর থেকে জানা গেছে যে গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনে 200MP ISOCELL প্রাইমারি সেন্সর দেওয়া হবে। এর সাথে থাকবে ডুয়ার পিক্সেল অটোফোকস, 50MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং টেলিফটো লেন্স থাকতে পারে। তবে এই স্মার্টফোনে লো-লাইট পারফরম্যান্স দেওয়ার জন্য AI ফিচার পাওয়া যাবে। এতে একটি 3x অপ্টিকাল জুম সহ এবং দ্বিতীয় 10x অপ্টিকাল জুম সাপোর্ট করবে। ফোনে ফ্রন্ট ক্যামেরা 12MP দেওয়া হবে।

প্রসেসরের ক্ষেত্রে গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনটি কোয়ালকম Snapdragon 8 Gen 4 চিপসেটে কাজ করতে পারে। তবে কিছু মার্কেটে এই ফোনটি Exynos 2500 চিপসেট সহ লঞ্চ করা হবে।

পারফরম্যান্সের জন্য এস25 আল্ট্রা ফোনে 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 256GB থেকে 1TB পর্যন্ত স্টোরেজ সহ আসবে বলে জানা গেছে।

পাওয়ার দিতে স্মার্টফোনে 5500mAh ব্যাটারি থাকবে। এটি 65W ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন: 5500mAh এবং দুর্দান্ত গেমিং পারফরম্যান্স সহ Realme 5G ফোন হল সস্তা, অ্যামাজন সেলে ব্যাপক ছাড়

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo