Samsung আনছে Slim ফ্ল্যাগশিপ স্মার্টফোন, থাকবে 200MP শক্তিশালী ক্যামেরা
Samsung এর আপকামিং Galaxy S25 Series খুব শীঘ্রই বাজারে এন্ট্রি নিতে চলেছে
খবর অনুযায়ী, আপকামিং গ্যালাক্সি সিরিজে 4টি মডেল আনা হবে
চতুর্থ মডেলটি হবে Galaxy S25 Slim, যা কোম্পানির পাতলা মডেল হতে পারে
স্যামসাং এর আপকামিং Galaxy S25 Series খুব শীঘ্রই বাজারে এন্ট্রি নিতে চলেছে। লঞ্চের আগেই আপকামিং স্যামসাং গ্যালাক্সি ফোনটি অনলাইনে অনেকবার লিক হয়েছে। খবর অনুযায়ী, আপকামিং গ্যালাক্সি সিরিজে 4টি মডেল আনা হবে। এর চতুর্থ মডেলটি হবে Samsung Galaxy S25 Slim, যা কোম্পানির পাতলা মডেল হতে পারে। আপকামিং গ্যালাক্সি এস25 স্লিম এর প্রতিযোগিতা iPhone SE এবং Google Pixel ফোনের সাথে হবে।
আপকামিং স্যামসাং গ্যালাক্সি এস25 স্লিম ফোনটি আগামী বছর লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। হিসেব অনুযায়ী, স্যামসাং এর এই মডেলটি গ্যালাক্সি এস25 সিরিজের বাকি তিনটি মডেলের পরে আনা হবে। এখন এই স্লিম ফোনের কিছু তথ্য প্রকাশ হয়েছে।
আরও পড়ুন: এই দিন ভারতে লঞ্চ হবে Redmi এর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন, জানুন কত হবে দাম
Samsung Galaxy S25 Slim ফোনে থাকবে 200MP পাওয়ারফুল ক্যামেরা
রিপোর্ট অনুযায়ী, কিছু সময় আগে পর্যন্ত কোম্পানি Galaxy Alpha হিসেবে স্লিম ফোন চালু করেছিল। কোম্পানি আবার সেই গ্রাহকদের কথা মাথায় রেখে প্রিমিয়াম ফিচার সহ স্লিম ফোন আনতে চলেছে, যারা পাতলা ফোন চায়।
স্লিম হওয়ার পাশাপাশি ফোনটি প্রিমিয়াম ফিচারও অফার করবে। গ্যালাক্সি এস25 স্লিম ফোনে শক্তিশালী ক্যামেরা সিস্টাম দেওয়া হবে। জনপ্রিয় টিপস্টার আইস ইউনির্ভাস সম্প্রতি জানিয়েছেন যে ফোনটি 200MP মেইন ক্যামেরা সাপোর্ট করবে। এই ফোনটি সিরিজের আল্ট্রা মডেলের সমান হবে।
সম্প্রতি মডেল নম্বর SM-S937 এর সাথে এই ফোনটি একাধিক ডেটাবেসে দেখা গেছে। এটি IMEI ডেটাবেসেও স্পট করা হয়েছে। এখানে থেকে জানা যাচ্ছে ফোনটি লঞ্চ হতে আর বেশি দিন নেই।
আরও পড়ুন: আগামী মাসেই ভারতে আসছে iQOO 13 ফোন, লঞ্চের আগেই জেনে নিন কেমন হবে ডিজাইন এবং স্পেক্স
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile