Samsung Galaxy S25 Series বাজারে আগামী বছরই লঞ্চ হতে চলেছে। তবে স্যামসাং গ্যালাক্সি এস25 লঞ্চের আগেই Samsung Galaxy S24 ফোনের দাম একধাপে কমিয়ে দিয়েছে কোম্পানি। লঞ্চ প্রাইস থেকে 24 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস24 ফোনটি। আসুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এস24 ফোনের নতুন দাম কত এবং কত টাকা সস্তা হল এই ফোন।
স্যামসাং গ্যালাক্সি এস24 ফোনটি শপিং সাইট Amazon থেকে দুর্দান্ত ডিসকাউন্ট সহ বিক্রি করা হচ্ছে। ফোনের 128 জিবি মডেল 74,999 টাকায় লঞ্চ হয়েছিল, যার পর এতে 24,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এই ছাড়ের পর ফোনটি মাত্র 50,999 টাকায় কেনা যাবে।
আরও পড়ুন: OnePlus 13 লঞ্চের দুই সপ্তাহ আগে OnePlus 12 ফোন হল সস্তা, জানুন নতুন দাম কত
পাশাপাশি, গ্যালাক্সি এস24 ফোনের 256 জিবি মডেলটি 79,999 টাকায় লঞ্চ হয়েছিল। তবে এখন এটি অ্যামাজন সাইটে মাত্র 58,999 টাকায় কেনা যাবে।
ডিসপ্লে: স্যামসাং গ্যালাক্সি এস24 ফোনে 6.2-ইঞ্চির FHD+ ডিসপ্লে রয়েছে। এটি 2340×1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 2600 নিট ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: প্রসেসিংয়ের জন্য এই স্মার্টফোনে এক্সনোস 2400 ডেকা-কোর প্রসেসর দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এস24 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। ফোনের পিছনে 50MP মেইন সেন্সর, 12MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 3x অপটিকাল জুম ক্ষমতা সহ 10MP টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 10MP টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 10MP টেলিফটো লেন্স পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে স্মার্টফোনে 4000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনের বড় ব্যাটারিকে চার্জ করতে এতে ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং রয়েছে।
গ্যালাক্সি এস24 ফোনটি এখন পর্যন্ত কোম্পানির লেটেস্ট S সিরিজ ফ্ল্যাগশিপ ফোন। আগামী বছর 2025 জানুয়ারী মাসে লঞ্চ হওয়া Samsung Galaxy S25 ফোনের দাম 70 টাকার বেশি হবে। এমন সময় 20 হাজার টাকা সস্তায় গ্যালাক্সি এস24 ফোন কেনা একটি ভাল বিকল্প হতে পারে।
আরও পড়ুন: Vodafone Idea লঞ্চ করল দুটি সস্তা রিচার্জ প্ল্যান, দাম 150 টাকার কম, জানুন সুবিধা কী