দুর্ধর্ষ ডিজাইন সহ Samsung Galaxy S23 FE ফোনের কালার অপশন লিক, জানুন কী থাকবে বিশেষ। Tech News
Samsung Galaxy S23 FE এই বছরের নভেম্বর বা ডিসেম্বর মাসে ভারতীয় বাজারে আসতে পারে
MSpoweruser এর একটি নতুন রিপোর্টে Galaxy S23 FE এর অফিসিয়াল পোস্টার লিক হয়েছে
আপকামিং ফোনে Snapdragon 8 Gen 2 বা এক্সিনোস 2200 প্রসেসর সহ আসতে পারে
Samsung এই বছরের শেষের দিকে Samsung Galaxy S23 FE লঞ্চ করতে পারে বলে আশা করা হচ্ছে। কোম্পানির তরফে এখনও পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়েনি, তবে স্মার্টফোনের কিছু লিক রেন্ডার থেকে এর স্পেসিফিকেশন ইতিমধ্যেই সামনে এসে গিয়েছে। এখন MSpoweruser এর একটি নতুন রিপোর্টে Galaxy S23 FE এর অফিসিয়াল পোস্টার লিক হয়েছে।
পোস্টার থেকে ফোনের কালার অপশন এবং ডিজাইন দেখা যাচ্ছে। এখানে আমরা আপনাকে Samsung Galaxy S23 FE সম্পর্কে বলবো।
আরও পড়ুন: iPhone 15 Series: Apple এর ধামাকা অফার, ফোনে 60,000 টাকা পর্যন্ত বাম্পার ছাড়
Samsung Galaxy S23 FE কবে আসছে বাজারে
ফোনের লঞ্চের কথা বললে, Samsung Galaxy S23 FE এই বছরের নভেম্বর বা ডিসেম্বর মাসে ভারতীয় বাজারে আসতে পারে।
Samsung Galaxy S23 FE কোন কালার অপশনে আসবে
MSpoweruser-এর একটি নতুন রিপোর্ট অনুযায়ী, Galaxy S23 FE ফোনটি চারটি রঙে পাওয়া যাবে- পার্ল হোয়াইট, ব্ল্যাক গ্রাফাইট, পার্পল ল্যাভেন্ডার এবং অলিভ।
আরও পড়ুন: POCO লঞ্চ করল সস্তা 5G Phone এর নতুন ভ্যারিয়্যান্ট, কম দামে পাওয়া যাবে 50MP Camera
Samsung Galaxy S23 FE ফোনে কী ফিচার এং স্পেসিফিকেশন রয়েছে
লিক হওয়া ছবি থেকে জানা গিয়েছে আপকামিং Samsung Galaxy S23 FE ফোনটি দেখতে Galaxy S23 Series এর মতো হবে অনেকটা। এতে কার্ভড এজেস, পাতলা বেজেল এবং পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হবে।
টিপস্টার Yogesh Brar এর অনুযায়ী, Samsung Galaxy S23 FE ফোনে 6.4-ইঞ্চি ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে দেওয়া হবে। ফোনের রিফ্রেশ রেট 120Hz হবে।
আপকামিং ফোনে Snapdragon 8 Gen 2 বা এক্সিনোস 2200 প্রসেসর সহ আসতে পারে।
ক্যামেরা সেটআপের কথা বললে, Galaxy S23 FE ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা, 12-মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং 8-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে। এছাড়া ফ্রন্টে 19-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হবে।
এই ফোনে 128/256GB ইনবিল্ট স্টোরেজ দেওয়া যেতে পারে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যেতে পারে।
আরও পড়ুন: 84 দিনের ভ্যালিডিটি সহ Jio Cheapest Recharge Plan, কলিং-ডেটা সহ আর কী সুবিধা পাবেন 400 টাকার কমে
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile