Samsung Galaxy S22 ফোনটি এখন অনেক সস্তায় কেনা যাচ্ছে। এক ধাক্কায় বেশ অনেকটাই কমানো হয়েছে এই ফোনের দাম। গত বছর অর্থাৎ 2022 সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ করেছিল Samsung -এর এই Flagship ফোন সিরিজটি। সেখানেই বেস মডেল হিসেবে ছিল Samsung Galaxy S22।
এই ফোনটি যখন দেশে লঞ্চ করেছিল তখন এটির দাম রাখা হয়েছিল 72,999 টাকা। এই ফোনে Snapdragon 8 Gen 1 প্রসেসর আছে। সঙ্গে 25W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 3700 mAh ব্যাটারি পাবেন এখানে।
এই ফোনের দুটো স্টোরেজ ভ্যারিয়েন্ট আছে। এটি 5টি রঙে উপলব্ধ আছে বাজারে। আছে ট্রিপল রিয়ার ক্যামেরা।
Samsung -এর তরফে দেশে এই ফোনের দাম পাকাপাকি ভাবে 8,000 টাকা কমানো হয়েছে। এই দাম 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের জন্য কমানো হয়েছে। অর্থাৎ এই ফোনের দাম এখন 72,999 টাকা থেকে কমে 64,999 টাকা হয়েছে।
এছাড়া যাঁরা পুরনো Samsung -এর ফোনের বদলে এই নতুন ফোন কিনবেন তাঁরা অতিরিক্ত 7,000 টাকা ছাড় পাবেন বলেও জানানো হয়েছে। তখন গ্রাহকরা আরও সস্তায় কিনতে পারবেন এই ফোন। কারণ এই ফোনটির দাম তখন কমে হয়ে যাবে 57,999 টাকা।
আরও পড়ুন: বাজার কাঁপাতে আসছে Nothing Phone 2, এই ফোনের এই 3 জিনিস না জানলেই নয়!
এছাড়া ব্যাংক অফার তো আছেই। ব্যাংক ক্যাশব্যাক অফার 3,000 টাকার ছাড় মিলবে। ফলে এই ফোনটি তখন মাত্র 54,999 টাকায় কেনা যাবে।
এই ফোনটির আরেকটি স্টোরেজ মডেলে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ আছে। এটি মোট 5টা রঙে কেনা যাবে। বোরা পার্পল, গ্রিন, ফ্যান্টম ব্ল্যাক, ফ্যান্টম হোয়াইট এবং পিংক গোল্ড রঙে উপলব্ধ আছে এই ফোন।
1. এই ফোনে 6.1 ইঞ্চির Full HD ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে আছে। এখানে 120 HZ রিফ্রেশ রেট পাবেন। সঙ্গে গোরিলা গ্লাস ভিকটাস প্লাসের সুবিধা মিলবে।
2. এখানে ডুয়াল ন্যানো সিম সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যে চলে।
3. Snapdragon 8 Gen 1 প্রসেসর আছে এই ফোনে যেখানে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।
আরও পড়ুন: DSLR-কে ফিচারের নিরিখে টেক্কা দেবে Realme 11 Pro+, 200 MP ক্যামেরা, সুপার জুম সহ আর কোন সুবিধা পাবেন
4. ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 12 এবং 10 মেগাপিক্সেলের আরও দুটো সেন্সর আছেন পাঞ্চ হোল ডিসপ্লের মধ্যে এই ফোনে 10 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে।
5. 25W ফাস্ট চার্জিং -এর সুবিধা এবং 15W ওয়্যারলেস চার্জিং -এর সুবিধা সহ 3700 mAh ব্যাটারি আছে এই ফোনে।
6. কানেকটিভিটির জন্য এখানে পাবেন 5G, 4G, LTE, WIFI, ব্লুটুথ, GPS, USB টাইপ সি পোর্ট, ইত্যাদি। IP 68 রেটিং আছে এই ফোনে।