প্রিমিয়াম ফোনের ফিচার মুগ্ধ হয়েও দামের জন্য পিছিয়ে আসেন? কিন্তু যদি প্রিমিয়াম ফোনটি এবার বাজেটে উপলব্ধ হয় তবে? এখন তেমনই কিছু হচ্ছে Samsung -এর Samsung Galaxy S20 FE ফোনটির সঙ্গে।
Samsung Galaxy S20 FE ফোনটির উপর এখন বিপুল ছাড় পাওয়া যাচ্ছে। Amazon -এ এই ফোনের উপর এখন 63% ছাড় আছে। সঙ্গে ব্যাংক অফার, এক্সচেঞ্জ অফার মিলিয়ে সে একেবারে নজরকাড়া দামেই কেনা যাচ্ছে এই ফোন। দেখুন কত ছাড় পাবেন।
Amazon -এ এমনিতে Samsung Galaxy S20 FE ফোনটি 74,999 টাকায় বিক্রি হয়। এই দামে এই ফোনের 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ কিনতে পাওয়া যায়। কিন্তু এখন এই ফোনের উপর 63% ছাড় আছে।
বর্তমানে এই ফোনটি ফ্ল্যাট 63% ছাড়ের পর মাত্র 27,999 টাকায় কেনা যাচ্ছে। অর্থাৎ এক ঝটকায় এই ফোনের দাম 47,000 টাকা কমেছে।
শুধুই কি তাই, এখানে গ্রাহকরা পেয়ে যাবেন এক্সচেঞ্জ অফার। এক্সচেঞ্জ অফারে এই ফোন কিনলে 25,550 টাকার ছাড় পাওয়া যাবে। যদিও এই ছাড় কতটা পাবেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ফোনের বর্তমান অবস্থার উপর।
যদি আপনি এই ছাড় পুরোটাই পান তাহলে তাহলে এই 74,999 টাকার প্রিমিয়াম ফোন কত টাকায় কিনতে পারবেন জানেন? মাত্র 2,499 টাকায়। কীভাবে?
আসল দাম 74,999। এখন 63% ছাড়ের পর 27,999 টাকায় কেনা যাচ্ছে অর্থাৎ এখন এটির দাম 47,000 টাকা কমেছে। সঙ্গে 25,550 টাকার এক্সচেঞ্জ অফার আছে। ফলে 74,999- (47,000+25550) = 2,449 টাকায় কেনা যাবে। ডিল দেখুন।
এছাড়া গ্রাহকরা এই ফোনে no cost EMI -এর সুবিধা পাবেন। SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে পাবেন 1,250 টাকার ছাড়। ফলে সবটা মিলিয়েই একদম পকেট ফ্রেন্ডলি দামে উপলব্ধ হয়ে যাবে এই ফোন।
1. এখানে 6.5 ইঞ্চির একটি ইনফিনিটি O সুপার AMOLED ডিসপ্লে আছে। এখানে 120 HZ রিফ্রেশ রেট পাবেন।
2. এটি পরিচালিত হয় Qualcomm Snapdragon 865 প্রসেসরের সাহায্যে। এখানে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন।
3. ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে যেখানে প্রাইমারি ক্যামেরায় পাবেন 12 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ একটি 12 এবং একটি 8 মেগাপিক্সেলের দুটি সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় আছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর।
4. 4500 mAh ব্যাটারি রয়েছে এখানে।