SAMSUNG GALAXY S11+ ফোনে 108MP র ক্যামেরা থাকতে পারে!

Updated on 27-Nov-2019
HIGHLIGHTS

এই ডিভাইসে 5G সাপোর্ট থাকবে

ফোনে 108MP র ক্যামেরা থাকতে পারে

ফোনটি স্ন্যাপড্র্যাগন 865 য়ের সঙ্গে আসবে

Samsung Galaxy S11+ স্মার্টফোনটি গিকবেচনে লিস্টেড দেখা গেছে আর লিক থেকে ফোনের লেজার অটোফোকাস সিস্টেমের বিষয়ে জানা গেছে। আর এই ফোনে 5G সাপোর্ট করবে আর ফোনটি 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লের সঙ্গে আসবে। আর এই ডিভাইসটীতে 108MP র রেয়ার ক্যামেরা থাকতে পারে ফোনে এর সঙ্গে এক্সিয়ন্স 9830 প্রসেসার থাকতে পারে।

গিকবেঞ্চের সিঙ্গেল কোর টেস্টে Galaxy S11+  427 আর মাল্টি কোর টেস্টে 2326 স্কোর করেছে। গিকবেছের লিস্টিং থেকে এই ডিভাইসটির মডেল নাম্বার SM-G986B বলে জানা গেছে আর এই ফোনে Exynos 9830 প্রসেসার থকাবে আর এই ফোনটি 1.95Ghz য়ে ক্লকড হবে। আর এই ডিভাইসটি ভারতের ভেরিয়েন্টে স্ন্যাপড্র্যাগন 865 থাকতে পারে। আর এর সঙ্গে এই ফোনে আপনারা 128GB র‍্যাম পেতে পারেন আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 য়ে কাজ করবে।

Ice Universe নামের টিপস্টার Galaxy S11য়ের জুমড ইমেজ ভার্সান দেখিয়েছে। আর এখানে পাওয়া খবর অনুসারে এই ফোনে লেজার অটোফোকাস সিস্টেম থাকবে যা ল্যান্ডস্কেপ আর পোট্রেড শটের জন্য ভাল হবে।

Samsung Galaxy S11 সিরিজের মধ্যে  Samsung Galaxy S11, Samsung Galaxy S11+ আর Samsung Galaxy S11e ফোন গুলি লঞ্চ হতে পারে। আর খবর অনুসারে Samsung Galaxy S11+ফোনে 5G সাপোর্ট থাকবে। আর এই তিনটি ফোনে থাকবে পাঞ্চ হোল ডিসপ্লে আর এর রিফ্রেশ রেট হবে 120Hz। আর এই ফোন গুলি অ্যান্ড্রয়েড 10 নির্ভর OneUI 2.0র সঙ্গে আসবে। Samsung Galaxy S11  ফোনে 108MP র ক্যামেরা থাকতে পারে আর সঙ্গে S11e ফোনে 3730mAhয়ের ব্যাটারি থাকতে পারে।

Connect On :