SAMSUNG GALAXY S11, GALAXY S11 + ফোন দুটির স্ক্রিন প্রোটেকশান লিক হল

SAMSUNG GALAXY S11, GALAXY S11 + ফোন দুটির স্ক্রিন প্রোটেকশান লিক হল
HIGHLIGHTS

Samsung Galaxy S11, Galaxy S11+ ফোন দুটির স্ক্রিন প্রোটেকশান লিক হল

আর এর সঙ্গে এই জানা গেছে যে Galaxy S11 সিরিজে সামনের বছর 18 ফেব্রুয়ারি লঞ্চ হবে

Samsung Galaxy S11 আর Samsung Galaxy S11+  মোবাইল ফোন দুটি সামনের বছর ফেব্রুয়ারির কাছাকাছি সময়ে লঞ্চ করা হতে পারে। আর এর সঙ্গে এই ফোনের লিক থেকে এই ফোনের বিষয়ে বেশ কিছু জিনিস জানা গেছে। আর আর এবার এই ফোনের স্ক্রিন প্রোটেকশান লিক হয়েছে। আর এই প্রোটেক্টেড কেসে আপনারা নিচে ব্ল্যাক এজ দেখতে পাবেন। আর এর মানে এই যে আমরা এই ফোনে কিছু বেজেল দেখতে পারব যা ছোট দেখতে।

সম্প্রতি টুইটারে বিখ্যাত টিপস্টার IceUniverse স্যামসাং গ্যালাক্সি S11 লঞ্চ ডেট দেখতে পাবেন। আর গুজব অনুসারে গ্যালাক্সি S11 সিরিজ 2020 সালের 18 ফেব্রুয়ারি আমেরিকার সান ফ্রান্সিস্কোতে লঞ্চ করা হতে পারে। আর এর পরেই শুরু হবে MWC 2020।

বিগত বেশ কিছু সময় ধরে Samsung Galaxy S11 য়ের বিষয়ে লিক দেখা গেছে। Galaxy S11 120Hz ফোনটিতে হাই রিফ্রেশ রেট ডিসপ্লে দেখা গেছে আর রিপোর্ট অনুসারে এটি 25W য়ের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Galaxy S11+ ফোনে 108MP র কাস্টম ক্যামেরা সেন্সার থাকতে পারে যা ISOCELL HMXব্রাইট সেন্সার যুক্ত হবে। আর এই নতুন সেন্সারXiaomi Mi Note 10 র সেন্সারের থেকে আলাদা হবে।

Samsung Galaxy S11 ফোনে 6.2 ইঞ্চির বা 6.4 ইঞ্চির আর 6.9 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। আর সেখাএন S11+ য়ে একটি রেক্টাঙ্গেল ক্যামেরা মডিউলার থাকতে পারে আর এর সঙ্গে পাঁচটি সেন্সার থাকবে আর সঙ্গে লেকার অটোফোকাস আর ফ্ল্যাশ অ্যাড করা হতে পারে। আর ফোনে কার্ভড ডিসপ্লে থাকতে পারে।

2020 সালের 18 ফেব্রুয়ারি নিজদের  Galaxy Fold 2 ফোনটিও স্যামসাং লঞ্চ করতে পারে। আর যা Motorola Razr 2019র মতন একটি ক্লেমশেল ফোল্ডেবেল ফোন হতে পারে। আর এই হ্যান্ডসেটের দাম গ্যালাক্সি ফোল্ডের থেকে কম হতে পারে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo