Samsung Galaxy S10 য়ের সঙ্গে Galaxy S9 ফোনের স্পেক্সের তুলনা
এর মধ্যে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন Galaxy S10e, Galaxy S10 আর Galaxy S10 Plus ফোন গুলি লঞ্চ হয়ে গেছে, আর এর মধ্যে galaxy S10 ফোনটি Galaxy S9 ফোনের আপগ্রেটেড ভার্সান আর আজকে আমরা এই দুটি ফোনের তুলনা করে দেখব
Galaxy S সিরিজ স্যামসাংয়ের জনপ্রিয় সিরিজের লাইনআপ এই সিরিজেই Galaxy S9 ফোনটি লঞ্চ হয়েছিল আর এই ফোনটি ছিল Galaxy S8 ফোনের আপগ্রেটেড ভার্সান । আর এবার galaxy S10 এসে গেছে এটি galaxy S9 ফোনের আপগ্রেটেড ভার্সান। আর এই দুটি ফোনের একটি তুলনা মূলক আলোচনা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি।
প্রথমে আমরা দুটি স্মার্টফোনের ডিসপ্লে ডিটেল নিয়ে বলব। Samsung Galaxy S9 ফোনটিতে 5.8 ইঞ্চির FHD+ ডিসপ্লে। আর অন্য দিকে Samsung Galaxy S10 ফোনটি একটু বড় 6.1 ইঞ্চির বড় স্ক্রিনের সঙ্গে পাঞ্চ হোল ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে।
আর আমরা যদি পার্ফর্মেন্সের বিষয়ে বলি তবে Samsung Galaxy S9 ফোনটি Exynos 9810 অক্টা কোর প্রসেসারের আর এই ফোনে 4GB র্যাম আর 256GB ইন্টারনাল মেমারি আছে আর Samsung galaxy S10 ফোনটিতে Exynos 9820 প্রসেসার আছে আর যা 8GB র্যাম আর 128GB স্টোরেজের সঙ্গে এসেছে।
ক্যামেরা ক্ষেত্রে Samsung Galaxy S9 ফোনটিতে 12MP র রেয়ার ক্যামেরা আর 8MP র সেন্সার ফ্রন্টে আছে। আর সেখানে অন্য দিকে Samsung Galaxy S10 ফোনে ট্রিপেল 12MP+12MP+16MP রেয়ার ক্যামেরকা আর একটি 10MP র ফ্রন্ট ক্যামেরা আছে।
Samsung Galaxy S10 ফোনটির দাম $899 আর তা ভারতীয় মুদ্রায় কনভার্ট করলে হয় প্রায় 63,970 টাকা। আর সেখানে Samsung Galaxy S9 4GB/256GB ভেরিয়েন্টটি ভারতে 54,390 টাকায় কেনা যায়।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।