Samsung Galaxy On7 Pro 2017 পেল ব্লুটুথ সার্টিফিকেট

Updated on 01-May-2017
HIGHLIGHTS

এটি অ্যান্ড্রয়েড 7.0 অপারেটিং সিস্টেমে কাজ করবে

Samsung Galaxy On7 Pro 2017 ব্লুটুথ সার্টিফিকেট পেয়েছে. এর আগে এই ডিভাইসটি FCC র সার্টিফিকেট পেয়েছিল. যদিও এই রিপোর্টে এই ডিভাইসটির বিষয়ে তেমন ডিটেলসে কিছু জানা যায়নি. এই লিস্টিং থেকে জানা গেছে যে, এই স্মার্টফোনটি 3300mAh এর ব্যাটারি যুক্ত হবে.

কয়েকদিন আগেই এই স্মার্টফোনটিকে GFXBench আর GeekBench বেঞ্চমার্কিংএ দেখা গেছিল. এই সমস্ত লিস্টিং থেকে জানা গেছে যে, এই ফোনটিতে 5.7 ইঞ্চির ফুল HD ডিসপ্লে থাকবে. এই ডিসপ্লের রেজিলিউশন 1920×1080 পিক্সাল.

আরো দেখুন: জিও ফাইবার FTTH সার্ভিস জুন মাসে লঞ্চ হবে, কম করেও পাওয়া যাবে 100Mbps এর স্পিড: রিপোর্ট

এই স্মার্টফোনটিতে মিডিয়াটেক হেলিয়া P20 MT6757 অক্টা-কোর প্রসেসার আছে. এটিতে 3GB/4GB র্যাম থাকবে. এর ইন্টারনাল স্টোরেজ 32GB হওয়ার সম্ভাবনা আছে. এটি অ্যান্ড্রয়েড 7.0 অপারেটিং সিস্টেমে কাজ করবে.

এই ডিভাইসটি 5 ফিঙ্গার জেসচার সাপোর্ট করে. এই ডিভাইসের রেয়ার ক্যামেরা 13 MP. এছাড়া এই ডিভাইসের ফ্রন্ট ক্যামেরাও 13MPর. এই ডিভাইসে ডুয়াল ব্যান্ড ওয়াই- ফাই a/b/g/n (2.4GHz, 5GHz) আর ওয়াই- ফাই ডায়রেক্টার কানেক্টিভিটি যুক্ত হবে. 

আরো দেখুন: ভারতে Nokia 3310র দাম হবে Rs.3,899?

আরো দেখুন: Xiaomi Mi Mix 2 নিউ জেনারেশান সাউন্ড আউটপুট টেকনিক যুক্ত হবে

সোর্স:

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :