Samsung Galaxy On Nxt 64GB ভেরিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম Rs.16,990

Samsung Galaxy On Nxt 64GB ভেরিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম Rs.16,990
HIGHLIGHTS

এই স্মার্টফোনটি অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে আজ রাত 12টা থেকে সেলের জন্য পাওয়া যাবে

Samsung Galaxy On Nxt কে 32GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে ভারতে গত বছর আনা হয়েছিল. এবার কোম্পানি এই ফোনের এই বছরের ভেরিয়েন্টকে 64GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে লঞ্চ করেছে. এই স্মার্টফোনটি অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে আজ রাত 12টা থেকে সেলের জন্য পাওয়া যাবে. এটিকে ব্ল্যাক আর গোল্ড দুটি রঙে কেনা যেতে পারে.

Samsung Galaxy On Nxt 64GB ভেরিয়েন্টে মেটাল বডি ডিজাইন দেওয়া হয়েছে. এতে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লেও আছে. এই ডিসপ্লের রেজিলিউশন 1920×1080 পিক্সাল. এতে 2.5D গোরিলা গ্লাসের প্রোটেকশন আছে. এটি 1.6GHz অক্টা-কোর Exynos 7870 প্রসেসার যুক্ত. এটি 3GBর র্যাম আছে আর আপনারা জানেন যে এতে 64GBর ইন্টারনাল স্টোরেজও আছে. স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 256GB অব্দি বাড়ানো যাবে.

আরো দেখুন: LG X Power 2, জুন মাসে কেনার জন্য পাওয়া যাবে

Samsung Galaxy On Nxt 64GB ভেরিয়েন্টে এর সঙ্গে 13 মেগাপিক্সালের অটো-ফোকাস রেয়ার ক্যামেরা f/1.9 অ্যাপার্চার ও LED ফ্ল্যাশের সঙ্গে দেওয়া হয়েছে. এতে 8 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরাও আছে. এতে  f/1.9 অ্যাপার্চার আছে. এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করে. এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও দেওয়া হয়েছে, যা হোম বটনে দেওয়া হয়েছে.

এছাড়া Samsung Galaxy On Nxt 64GB তে 3300mAh এর ব্যাটারি আছে. এটি নন রিমুভেবেল ব্যাটারি. কোম্পানি দাবি করেছে যে, এটি 21 ঘন্টার টকটাইম 3G নেটওয়ার্কে দেয়. এতে ডুয়াল সিম স্লটের সঙ্গে 4G LTEর সাপোর্টও দেওয়া হয়েছে. এটি 8.0mm থিকনেস যুক্ত এর ওজন ১৬৭ গ্রাম.

আরো দেখুন: Vodafone নিজেদের ইউজার্সদের ফ্রিতে দিচ্ছে 9GB ডাটা

আরো দেখুন: Jioর সঙ্গে এখন আছে 108.9 মিলিয়ান ইউজার্স

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo