Samsung Galaxy On Max এবার ভারতে পাওয়া যাচ্ছে

Updated on 11-Jul-2017
HIGHLIGHTS

Samsung Galaxy On Max ব্ল্যাক আর গোল্ড রঙে পাওয়া যাচ্ছে

Samsung Galaxy On Max ভারতে গত সপ্তাহে লঞ্চ করা হয়েছিল। এবার এই স্মার্টফোনটি এবার ফ্লিপকার্টে কিনতে পাওয়া যাবে। ভারতে এর দাম Rs. 16,900 করা হয়েছে। এটি ব্ল্যাক আর গোল্ড রঙে পাওয়া যাচ্ছে।

Samsung Galaxy On Max ফোনটি ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5.7-ইঞ্চির FHD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রেজিলিউশন 1080×1920 পিক্সাল। এতে অক্টা-কোর মিডিয়াটেক MTK P25 প্রসেসার আছে। এর র‍্যাম 4GB’র আর এই ফোনের ইন্টারনাল স্টোরেজ 32GB। স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB অব্দি বাড়ানো যায়। এই ফোনের ব্যাটারি 3000mAh এর। এটি অ্যান্ড্রয়েড 7.0তে কাজ করে। এতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও দেওয়া হয়েছে।

এই ফোনটির ক্যামেরা সেটআপ কেমন তা এবার দেখে নেওয়া যাক। এই ফোনের ফ্রন্ট আর ব্যাক ক্যামেরা 13MP’র। এটি 4G VoLTE ফিচার যুক্ত। এই ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাকও দেওয়া হয়েছে।

আরও ভাল ডিলস এখানে দেখুন  

Connect On :