এবার SAMSUNG GALAXY A80 ফোনটি ভারতে 8000 টাকা ডিস্কাউন্টে পাওয়া যাচ্ছে

এবার SAMSUNG GALAXY A80 ফোনটি ভারতে 8000 টাকা ডিস্কাউন্টে পাওয়া যাচ্ছে
HIGHLIGHTS

সেলফির সঙ্গে আছে অটোফোকাস

এটি রোটেটিং ক্যামেরার যুক্ত ফোন

Samsung Galaxy A80 জুলাই মাসে ভারতে লঞ্চ করা হয়েছিল। আর এই ফোনটি রোটেটিং ক্যামেরার ফোন আর এই ফোনের সব থেকে বড় বৈশিষ্ট্য এর ক্যামেরা। এই স্যামসাং গ্যালাক্সি A80 ফিনের দাম 8000 টাকা কমেছে।

এই ফোনটি 47,990 টাকায় লঞ্চ করা হয়েছিল আর এটি 39,990 টাকায় কেনা যাচ্ছে। আর রিপোর্ট অনুসারে এই ফোনটি অ্যামাজনে দেখা গেছে। আর এই ফোনটির অফলাইন দাম কমেনি।

স্যামসাং গ্যালাক্সি A80 ফোনের স্পেসিফিকেশান

এই ডিভাইসটি স্লাইড আউট ক্যামেরার বদলে স্যামসাং এজ টু এজ ডিসপ্লে অফার করেছে আর এতে একটি 6.7 ইঞ্চির ডিসপ্লে আছে। আর ইএই ফোনের আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 730G চিপসেট। আর এই ফোনে আপনারা HDR সাপোররট পাবেন।

ডিভাইসটিতে আছে 8GB র‍্যাম আর 128GB র স্টোরেজ। আর এই ফোনে আপনারা আল্ট্রা সনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন। ফোনে আছে একটি 3700mAh য়ের ব্যাটারি আর এটি 15W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর এই ফোনে আছে ট্রিপেল রেয়ার ক্যামেরা যা 48MP র মেন ক্যামেরার সঙ্গে 8MP র ক্যামের আর একটি 3D ToF সেন্সার যুক্ত।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo