Samsung Galaxy Note 8 26 আগস্ট মাসের লঞ্চ ইভেন্টে আনা হবে। আর এর দাম Rs. 72,000 হতে পারে
Samsung Galaxy Note 8 আগস্ট মাসে নিয়ে আসা হতে পারে। আর এটি কোম্পানির এখনও অব্দি সবথেকে দামি স্মার্টফোন হতে পারে। এখনও অব্দি এই ফোনটির কিছু রেন্ডার ছবি আর স্পেক্স লিকের মাধ্যমে সাবার সামনে এসেছে। এবার একটি নতুন লিকের মাধ্যমে এই ফোনটির ফাইনাল ডিজাইনের বিষয়ে জানা গেছে।
এবার এই ফোনটির কেস ডিজাইন সামনে এসেছে। কেসে বানিয়েছে যে কোম্পানি সেই Olixa এই ফোনের ছবি সামনে নিয়ে এসেছে। এই লিক ইমেজে এই ফোনে থাকা হরিজ্যান্টাল ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের বিষয়ে জানা গেছে।
এখনও অব্দি পাওয়া খবর অনুসারে, Samsung Galaxy Note 8 দুটি স্টোরেজ অপশনে পাওয়া যাবে- 64GB আর 128GB। এর সঙ্গে এই ফোনে ডুয়াল 12MP’র রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। একটি ক্যামেরা ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স আর দ্বিতীয় ক্যামেরাটি টেলিফটো লেন্স যুক্ত। এতে 3x অপ্টিকাল জুমও আছে। এর ব্যাটারি 3300mAh এর।