Samsung Galaxy Note FE জুলাইয়ের শেষের দিকে লঞ্চ হবেঃ রিপোর্ট

Updated on 15-Jun-2017
HIGHLIGHTS

Samsung Galaxy Note FE, 30 জুলাই লঞ্চ হতে পারে

কিছুদিন আগেই একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, Samsung Galaxy Note FE  স্মার্টফোনটি 7 জুলাই লঞ্চ হতে পারে।
 
তবে এখন একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে এই ফোনটি এবার 30 জুলাই লঞ্চ করা হবে। সাউথ কোরিয়াতে এর দাম 740,000 won হতে পারে।
এর আগেও এই ফোনের বিষয়ে বেশ কিছু খবর সামনে এসেছে। কিছু লিক অনুসারে, এই ডিভাইসটিতে 3200mAh এর ব্যাটারি আছে। এটি অ্যান্ড্রয়েড 7.0  নৌগাট অপারেটিং সিস্টেম যুক্ত হবে।

সোর্সঃ

Connect On :