এই স্মার্টফোনটি Galaxy S6 Edge Plus এর মতন সাইজে বড় হবে
স্মার্টফোন কোম্পানি Samsung এর বহুপ্রতীক্ষিত স্মার্টফোন Samsung Galaxy Note 8 এর একটি প্রটোটাইপ ইন্টারনেটে দেখা গেছে। চিনের মাইক্রো ব্লগিং সাইট Weibo তে এই স্মার্টফোনের রেন্ডার দেখা গেছে।
এই রেন্ডারে দেখানো হয়েছে যে এই ডিভাইসে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। মনে করা হচ্ছে যে এই স্মার্টফোনটি Galaxy S6 Edge Plus এর মতন সাইজে বড় হবে। আপনাদের বলেদি যে এটি একটি প্রোটোটাইপ ছবি।
আরও দেখুনঃ Samsung Galaxy J7 (2017) চারটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হবে আসলে এই স্মার্টফোনটির ডিজাইন সম্পূর্ণ আলাদাও হতে পারে। এই রেন্ডার থেকে পাওয়া খবর অনুসারে এই ডিভাইসে ফ্রন্ট বা রেয়ার প্যানেল কোথাউই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা যায়নি। তাই অনুমান করা হচ্ছে যে এই ডিভাইসে ডিসপ্লের নিচে থাকবে।
বিগত বেশ কিছু সময় ধরেই এর বিভিন্ন লিক সামনে এসে চলেছে, Samsung Galaxy Note 8 কোম্পানির তরফে প্রথম ডুয়াল ক্যামেরা সেটআপ যুক্ত স্মার্টফোন হবে। তবে Samsung Galaxy C10 এ সবার আগে ডুয়াল ক্যামেরা দেওয়া হবে।