Samsung Galaxy Note 7R এর লাইভ ইমেজ লিক হল

Updated on 31-May-2017
HIGHLIGHTS

এবার এই ফোনটিকে ছোট ব্যাটারির সঙ্গে লঞ্চ করা হবে

পরিচিত ফোন তৈরির কোম্পানি Samsung আগেই জানিয়েছে যে তাদের বিতর্কিত মডেল Samsung Galaxy Note 7 আবার লঞ্চ হবে। এবার এই স্মার্টফোনটির লাইভ ইমেজ লিক হয়েছে. 

এই লাইভ ইমেজের ব্যাক প্যানেলে 'R' দেখা গেছে। এর ফলে এর পুরনো আর নতুন মডেলের মধ্যে পার্থক্য করা সহজ হবে। এই ইমেজটি অনেকাংশে Samsung Galaxy Note 7  এর ওল্ড মডেলের মতন।

এই ফোনটিকে এবার ছোট ব্যাটারির সঙ্গে লঞ্চ করা হবে। আগে এই স্মার্টফোনটির ব্যাটারি ছিল 3500mAh এর। এবার একে 3200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ করা হবে।

আরও দেখুনঃ  Xiaomi Mi 6c স্মার্টফোনটি অনলাইনে দেখা গেছে 

এই ফোনটির ডিজাইন আর স্পেসিফিকেশনের বিষয়ে Samsung এর তরফে কোনরকমের খবর দেওয়া হয়নি। এও জানা যায়নি যে এটি একটি প্রিমিয়াম স্মার্টফোন হবে না একটি টোন্ড ডাউন স্মার্টফোন হবে। কিছু দিন আগে একটি চিনা ওয়েবসাইটে এই ডিভাইসটির দাম Yuan 3599  অর্থাৎ প্রায়  Rs 33,551  বলা হয়েছিল।

আপানাদের বলে রাখি যে Samsung এর এই স্মার্টফোনটি আগেও লঞ্চ করা হয়েছিল। লঞ্চের পরে Samsung Galaxy Note 7 এর ব্যাটারি এক্সপ্লোশানের অভিযোগ আসতে থাকে, এর পরে Samsung পৃথিবীর সব জায়গা থেকে তাদের এই ফোনের সব ইউনিট উঠিয়ে নেয়।

আরও দেখুনঃ Moto Z2 Play স্মার্টফোনটি 3000mAh ব্যাটারি যুক্ত হবে, ফিরে আসবে মোটো মোডস ফিচার

ইমেজ সোর্সঃ       

 

Connect On :