Samsung Galaxy Note 7 কে Galaxy Note FE নামে লঞ্চ করা হবে
Samsung Galaxy Note 7 এর ব্যাটারি তে এক্সপ্লোশনের অভিযোগ সামনে এসছিল
পরিচিত ফোন তৈরির কোম্পানি Samsung তাদের স্মার্টফোন Samsung Galaxy Note 7 কে আবার লঞ্চ ক্রবে। এই স্মার্টফোনটিকে সীমিত বাজারে লঞ্চ ক্রা হবে। এই স্মার্টফোনে এবার আগের থেকে ছোট ব্যাটারি দেওয়া হয়েছে। এই স্মার্টফোনকে Samsung Galaxy Note FE নামে লঞ্চ ক্রা হতে পারে।
আপনাদের বলে রাখি যে Samsung এই স্মার্টফোনটিকে আগেও লঞ্চ করেছিল। লঞ্চের পরে Samsung Galaxy Note 7 এর ব্যাটারি এক্সপ্লোশনের অভিযোগ সামনে এসছিল। যার পরে Samsung সব জায়গা থেকে তাদের এই ইউনিটটি সরিয়ে নিয়েছিল।
এই ফোনটিকে ছোট ব্যাটারির সঙ্গে লঞ্চ করা হবে। আগের বার এতে 3500mAh এর ব্যাটারি দেওয়া হয়েছিল। এবার এটি 3200mAh এর ব্যাটারি র সঙ্গে লঞ্চ করা হবে।
ফোনের ডিজাইন এর স্পেসিফিকেশন যদি দেখা যায় তবে এই বিষয়ে Samsung এর তরফে কোন খবর দেওয়া হ্যনি। এটা জানা যায়নি যে এই স্মার্টফোনটি একটি প্রিমিয়াম স্মার্টফোন হবে না এটি একটি টেন্ড টাউন ভার্শ্ন হবে।