SAMSUNG GALAXY NOTE 10 ফোনটি ভারতে 20 আগস্ট লঞ্চ করা হতে পারে

Updated on 07-Aug-2019
HIGHLIGHTS

Samsung Galaxy Note 10+ ফোনটিতে 6.8 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে

এই ফোনে এক্সিয়ন্স বা কোয়াল্কম SoC থাকতে পারে

সম্প্রতি INS য়ের রিপোর্ট অনুসারে জানা গেছে যে স্যামসাং তাদের Samsung Galaxy Note 10 ফোনটি ভারতে 20 আগস্ট লঞ্চ করতে পারে। এই ফোনটির সঙ্গে Samsung Galaxy Note 10 প্লাস ফোনটিও আসতে পারে। আর নিউজ এজেন্সির কথা অনুসারে স্যামসাং এই ফোনে এক্সিয়ন্স 9825 SoC বা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855/855 প্লাস দিতে পারে।

আর এর সঙ্গে এই ফোনটি 22 বা 23 আগস্ট বিক্রি করা হতে পারে। আপনাদের জানিয়ে রাখি যে Samsung Galaxy Note 10 ফোন আর পার্সোনাল কম্পিউটারের মধ্যে স্মুথ কানেকশানের জন্য মাইক্রসফট স্যামসাংয়ের সঙ্গে পার্টনার্শিপ করেছে।

এই ফোনের আনুমানিক স্পেক্স

এর আগের বিভিন্ন রিপোর্ট অনুসারে Samsung Galaxy Note 10 প্লাস ফোনে আপনারা 4300mAh য়ের ব্যাটারি আর Samsung Galaxy Note 10 ফোনটিতে আপনারা 3500mAh য়ের ব্যাটারি পাবেন। আর স্যামসাং য়ের গ্যালাক্সি নোট 10 ফোনে 6.8 ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। আর Samsung Galaxy Note 10 ফোনটিতে একটি 6.3 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। স্যামসাং গ্যাল্কসি নোট 10 ফোনে 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ থাকতে পারে আর এর প্লাস ভেরিয়েন্টে 12GB র‍্যাম আর 512GB পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। আর এর আগের কিছু রিপোর্ট অনুসারে নোট 10 প্লাস ফোনটি 5G র সঙ্গে আসতে পারে।

এই সিরিজের ফোনে এজ টু এজ ইনফিনিটি O ডিসপ্লে থকাতে পারে আর এই ফোনটি S পেনের সঙ্গে আসতে পারে। এই ফোনটি গেমারদের জন্য দারুন ডিজাইনের সঙ্গে আসতে পারে।

Connect On :