SAMSUNG GALAXY M90 লিক হয়েছে, এই ফোনে প্রিমিয়াম হার্ডওয়্যার থাকতে পারে

SAMSUNG GALAXY M90 লিক হয়েছে, এই ফোনে প্রিমিয়াম হার্ডওয়্যার থাকতে পারে
HIGHLIGHTS

স্যামসাং গ্যালাক্সি M90 ফোনে সুপার AMOLED ডিসপ্লে থাকবে

আর গ্যালাক্সি M সিরিজের আপকামিং ফোন হবে Galaxy M90

স্যামসাং তাদের M সিরিজের নতুন ফোন আনতে চলেছে। এই নতুন ফোনটি  Samsung Galaxy M90  নামে আসতে পারে। আর রিপোর্ট অনুসারে এই ফোনটি স্যামসাং গ্যালাক্সি A90 র মতন হতে পারে। আর এমনিতে স্যামসাঙ্গের কাছে এর আগেই এই সিরিজের চারটি ফোন আছে- Galaxy M10, Galaxy M20, Galaxy M30 আর Galaxy M40 । আর এই ফোনগুলি সবই 20,000 টাকার মধ্যে পাওয়া যায়। আর এবার এই সিরিজে আরও একটি ফোন আসতে পারে।

স্যামসাং এই সময়ে গ্যালাক্সি M90 র ওপরে কাজ করছে বলে মনে করা হচ্ছে। আর এই ফোনে হাই এন্ড হার্ডওয়্যার ব্যাবহার করা হতে পারে। আর এই ফোনের দামের বিষয়ে যদি বলা হয়, তবে মনে করা হচ্ছে যে এই ফোনের দাম খুব বেশি হবে না। এই আপকামিং স্যামসাং ফোন কোম্পানি অক্টোবর বা নভেম্বরে লঞ্চ করতে পারে।

এর আগের লিক অনুসারে এই ফোনে 6.7 ইঞ্চির সুপার AMOLED ইনফিনিটি ইউ ডিসপ্লে থাকতে পারে। আর এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকতে পারে। আর এই বিষয়ে টিপস্টার ইশান আগ্রওয়াল একটি টুইট করেন। আর টিপস্টার বলেন যে কোম্পানি Galaxy M90র ওপরে কাজ করছে। আর এর মডেল নাম্বার হবে SM-M905F। আর টিপস্টারের কথা অনুসারে স্যামসাং গ্যালাক্সি M90 ফোনে কোম্পানির কোডনেম R6 রাখা হয়েছে।

আর এর আগে টিপস্টার এও বলেছিলেন যে Galaxy M90, Galaxy A90র মতন ফোন হতে পারে কারন A90 5G ভার্সান স্ন্যাপড্র্যাগন 855 প্রসেসারের সঙ্গে আসবে বলে জানা গেছিল। আর এই ক্ষেত্রে আশা করা হচ্ছ এজে স্যামসাং গ্যালাক্সি M90 ফোনে স্ন্যাপড্র্যাগন 855, স্ন্যাপড্র্যাগন 710 বা স্ন্যাপড্র্যাগন 730 থাকতে পারে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo