Samsung Galaxy M55 5G এবং Galaxy M15 5G স্মার্টফোনের অপেক্ষা শেষ! দুর্দান্ত ফিচার সহ এই দিন ভারতে হবে লঞ্চ

Samsung Galaxy M55 5G এবং Galaxy M15 5G স্মার্টফোনের অপেক্ষা শেষ! দুর্দান্ত ফিচার সহ এই দিন ভারতে হবে লঞ্চ
HIGHLIGHTS

Samsung ভারতে তাদের Galaxy M-Series এর আওতায় দুটি স্মার্টফোন আনতে চলেছে

এতে Samsung galaxy M55 5G এবং Samsung Galaxy M15 5G স্মার্টফোন আসবে

গ্যালাক্সি M55 এবং গ্যালাক্সি M15 স্মার্টফোনটি ভারতে 8 এপ্রিল দুপুর 12 টায় লঞ্চ হবে

Samsung ভারতে তাদের Galaxy M-Series এর আওতায় দুটি স্মার্টফোন আনতে চলেছে। এতে Samsung galaxy M55 5G এবং Samsung Galaxy M15 5G স্মার্টফোন আসবে। কোম্পানি এই দুটি স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষনা করে দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক কবে বাজারে আসছে এই দুটি স্মার্টফোন। স্পেসিফিকেশন এবং ফিচার কী কী থাকবে।

কবে লঞ্চ হবে Galaxy M-Series এর দুটি নতুন ফোন

গ্যালাক্সি M55 এবং গ্যালাক্সি M15 স্মার্টফোনটি ভারতে 8 এপ্রিল দুপুর 12 টায় লঞ্চ হবে। দুটি ফোনই বাজেট সেগামেন্টে আনা হবে।

আরও পড়ুন: OnePlus 11 5G Discount: 6000 টাকার ছাড় এবং ব্যাঙ্ক অফারে বাম্পার সস্তায় কিনুন ওয়ানপ্লাস প্রিমিয়াম ফোন

Samsung Galaxy M55 5G এর স্পেসিফিকেশন

Samsung Galaxy M55 5G to launch in India on April 8
গ্যালাক্সি M55 এবং গ্যালাক্সি M15 স্মার্টফোনটি ভারতে 8 এপ্রিল দুপুর 12 টায় লঞ্চ হবে

গ্যালাক্সি M55 ফোনে 6.7 ইঞ্চি FHD+ সুপার AMOLED Plus ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 1000 পিক ব্রাইটনেসে কাজ করবে।

প্রসেসিংয়ের জন্য Qualcomm-এর Snapdragon 7 Gen 1 (4nm) প্রসেসর দেওয়া হবে। এটি Adreno GPU এর পেয়ার থাকবে।

ক্যামেরার ক্ষেত্রে ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এতে 50MP (OIS) + 8MP + 2MP সেটআপ থাকবে।

পাওয়ার দিতে ফোনে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে যা 45w চার্জিং সাপোর্ট করে।

Galaxy M15 5G স্পেসিফিকেশন

Galaxy M15 5G India launch teased

গ্যালাক্সি M15 ফোনে থাকবে 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.5 ইঞ্চি FHD+ সুপার AMOLED ডিসপ্লে।

ফোনটি MediaTek Dimensity 700 5G প্রসেসরে কাজ করবে।

সেলফির জন্য একটি 13-মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে।

পাওয়ার দিতে ফোনে 6000mAh ব্যাটারি সহ 25W চার্জিং সাপোর্ট থাকবে।

আরও পড়ুন: Motorola Edge 50 Pro 5G: 12GB RAM এবং 125W ফাস্ট চার্জিং সহ নতুন মোটোরোলা ফোন ভারতে লঞ্চ, জানুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo