9000 টাকা সস্তা হল 6GB র‍্যাম, 64MP ক্যামেরা সহ এই দুর্দান্ত ফোন, কোথায় পাবেন এই অফার জানুন

9000 টাকা সস্তা হল 6GB র‍্যাম, 64MP ক্যামেরা সহ এই দুর্দান্ত ফোন, কোথায় পাবেন এই অফার জানুন
HIGHLIGHTS

6GB RAM সহ Samsung Galaxy M52 5G স্মার্টফোনের দামে ব্যাপক ছাড় দেওয়া হচ্ছে

Samsung Galaxy M52 5G মোবাইলে রয়েছে সুপার অ্যামোলয়েড প্লাস ডিসপ্লে

Samsung Galaxy M52 5G (6GB + 128GB) মডেলের দাম এখন পরবে মাত্র 20,999 টাকা

Samsung কোম্পানির 6GB RAM সহ Samsung Galaxy M52 5G স্মার্টফোনের দামে ব্যাপক ছাড় দেওয়া হয়েছে। লিমিটেড পিরিয়াড অফারের আওতায় ফোনের দাম 30 শতাংশ কম করে দেওয়া হয়েছে। Samsung গত বছর 29,999 টাকা থেকে এই ফোনটি লঞ্চ করেছিল। ফোন 120Hz সুপার AMOLED প্লাস ডিসপ্লে এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। Samsung Galaxy M52 5G ফোনে octa-core Qualcomm Snapdragon 778G চিপসেটের সাথে আসে। আসুন জেনে নেওয়া যাক ছাড়ের পর ফোনের নতুন প্রাইস কত এবং কোথায় পাওয়া যাবে এই অফার…

কোথায় পাবেন এই অফার

  1. আসলে, এত বড় ছাড়ের পরে, Samsung Galaxy M52 5G (6GB + 128GB) মডেলের দাম এখন পরবে মাত্র 20,999 টাকা। এটি 29,999 টাকার লঞ্চ প্রাইস থেকে 9000 টাকা কম। এই লিমিটেড পিরিয়াড অফারের সুবিধা শুধুমাত্র Reliance Digital এর মাধ্যমে পাওয়া যাবে, প্ল্যাটফর্মটি বিনামূল্যে শিপিংও অফার করছে। অফারটি কতদিন চলবে সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
  2. এছাড়াও, রিলায়েন্স ডিজিটাল সিটিব্যাঙ্ক কার্ড দিয়ে ফোন কিনলে গ্রাহকদের 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় দিচ্ছে। এছাড়াও IndusInd Bank ক্রেডিট কার্ড EMI পেমেন্টে 1,500 টাকার ক্যাশব্যাক রয়েছে।
  3. ফোনটি ভারতে গত বছরের সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল। এটি ব্লেজিং ব্ল্যাক এবং আইসি ব্লু রঙে পাওয়া যায়। এপ্রিল মাসে, Samsung Galaxy M53 5G ভারতে Galaxy M52 5G-এর সাকসেসার হিসেবে আত্মপ্রকাশ করেছিল যার দাম 26,499 টাকা থেকে শুরু হয়।

Flipkart-Amazon-এ কত দাম

বলে দি যে অফার করা ছাড় রিলায়েন্স ডিজিটালের মধ্যে লিমিটেড। তবে, Amazon এবং Samsung India দুটি ওয়েবসাইটই ফোনটি 24,999 টাকায় বিক্রি করা হচ্ছে। যেখানে Flipkart-এ ফোনের দাম শুরু হয় 24,990 টাকা থেকে।

Samsung Galaxy M52 5G

Samsung Galaxy M52 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • Samsung Galaxy M52 5G মোবাইলে রয়েছে সুপার অ্যামোলয়েড প্লাস ডিসপ্লে। স্ক্রিনের রিফ্রেশ রেট 120HZ এবং অ্যাসপেক্ট রেশিও 20:9।
  • এই ডিভাইসের স্ক্রিনের পিক্সেল রেজোলিউশন রয়েছে 1080X2400।
  • এই মোবাইলে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর।
  • স্টোরেজ হিসেবে রয়েছে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ।
  • এসডি কার্ড ব্যাবহারের মাধ্যমে মোবাইলের স্টোরেজ বাড়ানো যাবে 1TB পর্যন্ত।
  • এই  মোবাইলে পাওয়া যাবে ডডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেমের সুবিধা।
  • এই স্মার্টফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে  64MP সেন্সর। এছাড়া রয়েছে 12MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5MP ম্যাক্রো শুটার।
  • ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 32MP ক্যামেরা।
  • এই মোবাইলে ব্যাটারি ফিচার হিসেবে রয়েছে 5000mAh ব্যাটারি সেইসঙ্গে মিলবে 65W ফাস্ট চার্জের সুবিধা।
  • কানেক্টিভিটি ফিচার হিসেবে রয়েছে ওয়াইফাই, Bluetooth, GPS/A-GPS, NFC এবং ইউএসবি টাইপ- সি পোর্ট।
Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo