Samsung Galaxy M52 5G ফোনে বাম্পার 10,000 টাকার ছাড়, 64MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি রয়েছে ফোনে

Updated on 30-Jun-2022
HIGHLIGHTS

অ্যামাজনে ওয়েবসাইটে Samsung Galaxy M52 5G ফোন 20,999 টাকায় বিক্রি করা হচ্ছে

Reliance Digital-এ Samsung Galaxy M52 5G ফোনটি Citibank ক্রেডিট এবং ডেবিট কার্ডের সাথে 3000 টাকার ইনস্ট্যান্ট ছাড়

এই মোবাইলে ব্যাটারি ফিচার হিসেবে রয়েছে 5000mAh ব্যাটারি সেইসঙ্গে মিলবে 65W ফাস্ট চার্জের সুবিধা

Samsung Galaxy M52 5G হল একটি মিড-রেঞ্জ অ্যান্ড্রয়েড স্মার্টফোন যা 2021 সালের শেষের দিকে ভারতে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি তখন 29,999 টাকায় বাজারে আনা হয়েছিল। তবে এখন এই স্মার্টফোনের দাম 10,000 টাকা পর্যন্ত সস্তা করে দেওয়া হয়েছে। এই ফোনটি আপনি Amazon, Reliance Digital সহ অনেক ই-কমার্স ওয়েবসাইটে অনেক বেশি ডিসকাউন্ট সহ বিক্রি করা হচ্ছে। এর ফলে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারের পর দাম আরও কমবে। আসুন জেনে নেওয়া যাক এই অফার…

Samsung Galaxy M52 5G ফোনে কত মিলবে ছাড়

অ্যামাজনে ওয়েবসাইটে Samsung Galaxy M52 5G ফোন 20,999 টাকায় বিক্রি করা হচ্ছে। তবে এই ফোনের লঞ্চ প্রাইস 29,999 টাকা। অর্থাৎ এই ফোনে আপনি 9000 টাকা ছাড় পেতে পারেন। এছাড়াও, SBI ইউজাররা 10 শতাংশ ছাড় পেতে পারেন।

আপনি Reliance Digital-এ Samsung Galaxy M52 5G ফোনটি Citibank ক্রেডিট এবং ডেবিট কার্ডের সাথে 3000 টাকার ইনস্ট্যান্ট ছাড়ে কেনা যাবে। তবে IndusInd ব্যাঙ্ক ক্রেডিট EMI পেমেন্টে 1500 টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে।

Samsung Galaxy M52 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • Samsung Galaxy M52 5G মোবাইলে রয়েছে সুপার অ্যামোলয়েড প্লাস ডিসপ্লে। স্ক্রিনের রিফ্রেশ রেট 120HZ এবং অ্যাসপেক্ট রেশিও 20:9।
  • এই ডিভাইসের স্ক্রিনের পিক্সেল রেজোলিউশন রয়েছে 1080X2400।
  • এই মোবাইলে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর।
  • স্টোরেজ হিসেবে রয়েছে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ।
  • এসডি কার্ড ব্যাবহারের মাধ্যমে মোবাইলের স্টোরেজ বাড়ানো যাবে 1TB পর্যন্ত।
  • এই  মোবাইলে পাওয়া যাবে ডডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেমের সুবিধা।
  • এই স্মার্টফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে  64MP সেন্সর। এছাড়া রয়েছে 12MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5MP ম্যাক্রো শুটার।
  • ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 32MP ক্যামেরা।
  • এই মোবাইলে ব্যাটারি ফিচার হিসেবে রয়েছে 5000mAh ব্যাটারি সেইসঙ্গে মিলবে 65W ফাস্ট চার্জের সুবিধা।
  • কানেক্টিভিটি ফিচার হিসেবে রয়েছে ওয়াইফাই, Bluetooth, GPS/A-GPS, NFC এবং ইউএসবি টাইপ- সি পোর্ট।
Connect On :