5000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা সহ Samsung 5G ফোন, জানুন নতুন দাম কত

5000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা সহ Samsung 5G ফোন, জানুন নতুন দাম কত
HIGHLIGHTS

Samsung 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন এবং বাজেট কম তবে Samsung Galaxy M35 5G একটি ভাল বিকল্প হতে পারে

স্যামসাং গ্যালাক্সি এম35 5জি ফোনের বেস মডেল 8GB+128GB স্টোরেজ মডেলের দাম 14,999 টাকা হয় গেছে

গ্যালাক্সি এম35 5জি ফোনে রিয়ারে OIS সহ 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া

Samsung এর 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন এবং বাজেট কম তবে Samsung Galaxy M35 5G একটি ভাল বিকল্প হতে পারে। কারণ এই স্মার্টফোনে কোম্পানি 5000 টাকা পর্যন্ত ছাড় অফার করছে। এছাড়া এতে নো কস্ট EMI এবং এক্সচেঞ্জ অফারের মতো অপশনও পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এম35 5জি ফোনের নতুন দাম, অফার এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

Samsung Galaxy M35 5G ফোনের নতুন দাম কত এবং অফার কী

স্যামসাং এর গ্যালাক্সি এম35 5জি ফোনটি 3 স্টোরেজ অপশনে আসে। কোম্পানি এই তিনটি মডেলে 5000 টাকার ছাড় অফার করছে।

আরও পড়ুন: 2025 সালে লাগবে না আর কোনো রিচার্জ, BSNL এর 425 দিনের রিচার্জ প্ল্যান দেখে চিন্তায় Jio, Airtel এবং Vodafone Idea

ফোনের বেস মডেল 8GB+128GB স্টোরেজ মডেলের দাম 14,999 টাকা হয় গেছে। এছাড়া ফোনের 8GB+128GB স্টোরেজের দাম 16,499 টাকা এবং 8GB+256GB মডেলটি 19,499 টাকায় কেনা যাবে। বলে দি যে ফোনের এই দাম ডিসকাউন্টের পর দেওয়া হয়েছে।

Samsung Galaxy M35 5g Price drop in India

এছাড়া কোম্পানি আপনার পুরনো স্মার্টফোনে 14,100 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দিচ্ছে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো স্মার্টফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।

কোথা থেকে কিনবেন স্যামসাং গ্যালাক্সি এম35 5জি ফোন

গ্যালাক্সি এম35 5জি ফোনটি অফারের সাথে অনলাইন শপিং সাইট Amazon থেকে কিনতে পারেন। এই স্মার্টফোনটি কিনতে এখানে ক্লিক করুন

স্যামসাং গ্যালাক্সি এম35 5জি ফোনে স্পেফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে: স্যামসাং গ্যালাক্সি এম35 5জি ফোনে 6.6-ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 1080×2340 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

চিপসেট: ফোনে পারফরম্যান্সের জন্য Exynos 1380 চিপসেটে কাজ করে।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে গ্যালাক্সি এম35 5জি ফোনে রিয়ারে OIS সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP এর আল্ট্রা ওয়াইড এবং 2MP ম্যাক্রো ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফ্রন্টে 13MP লেন্স পাওয়া যাবে।

ব্যাটারি: পাওয়ার দিতে গ্যালাক্সি এম35 5জি ফোনটি 25W ফাস্ট চার্জিং সহ 6000mAh এর বড় ব্যাটারি দেওয়া।

অপারেটিং সিস্টাম: মোবাইল ফোনটি Android 14 ভিত্তিক One UI 6 কাস্টাম স্কিনে কাজ করে। ফোনের সাথে 4 বছরের ওএস আপগ্রেড এবং 5 বছরের সিকিউরিটি দেওয়া হয়।

আরও পড়ুন: Upcoming Smartphones Launch 2025: Samsung Galaxy S25, OnePlus 13 সহ এই স্মার্টফোনগুলি দুর্দান্ত ফিচার সহ এন্ট্রি নেবে আগামী বছর

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo